ভ্যালেন্টাইন’স ডে: সঙ্গিনীর পেছনে হাত খুলে খরচের পরামর্শ ওবামার
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে গতকাল মার্কিন পুরুষদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেছেন, ভুলে যাবেন না। আজ ভ্যালেন্টাইন’স ডে। ১৯ বছরের সংসার জীবনে মিশেলের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কে তিনি এরকম বিশেষ দিন মনে রাখতে ও পরিকল্পনা করতে নিজেও প্রয়োজনে রিমাইন্ডারের সহায়তা নিয়েছেন। ভালবাসা প্রকাশে এ ধরনের পথ অনুসরণ করতে তিনি মার্কিন পুরুষদের প্রতিও আহ্বান জানান। তিনি পুরুষদেরকে তাদের সঙ্গিনীদের পেছনে হাত খুলে খরচ করার পরামর্শ দিয়েছেন। ওবামা বলেন, একথা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তবে বিশেষ এই দিনটিতে বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকেন পুরুষরা। খুব সাবধানে খরচ করেন। অথচ খোদ মার্কিন মুলুকের প্রেসিডেন্টও তার স্ত্রীর প্রতি তার বিশেষ দায়িত্বের কথা ভুলে যাননি। তিনি স্থানীয় সময় দুপুর ২ টা ৩৯ মিনিটে স্ত্রী মিশেল ওবামাকে ভ্যালেন্টাইন্স ডে’র সম্ভাষণ জানিয়ে টুইটারে একটি বার্তা পোস্ট করেন। বিভিন্ন পরিকল্পনা যে নিয়েছিলেন স্ত্রীকে সন্তুষ্ট করতে তাতে কোন সন্দেহ নেই। তবে মিশেলকে খুশি করতে ঠিক কত বড় আয়োজন ছিল সে সম্পর্কে কিছু জানালেন না। অবশ্য, তিনি বলেছেন আমার স্ত্রীকে নিয়ে আমি রাতের খাবার খেতে যাবো। ওবামা দম্পতি গতকাল ভার্জিনিয়ার ভারমিলিয়ন রেস্টুরেন্টে তাদের নৈশভোজ সেরেছেন। বাকি পুরুষদেরাও এ ধরনের পরিকল্পনা করতে পারেন বলে পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট।
No comments