এপ্রিলে ইরানের ওপর ইসরাইলের হামলার আশঙ্কা নাকচ করলেন প্যানেট্টা
ইরানে এ বছরের এপ্রিল, মে বা জুন মাসে ইসরাইল সামরিক হামলা চালাতে পারে- এমন আশঙ্কাকে নাকচ করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা। তিনি বলেন, ইসরাইল এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্তে পৌঁছায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় না ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ইসরাইল কোন সামরিক হামলা চালাবে। এদিকে ওয়াশিংটন পোস্টের এক কলাম লেখক সমপ্রতি লিখেছিলেন, এপ্রিল, মে বা জুন মাসের যে কোন সময় ইরানে সামরিক হামলা চালাতে পারে ইসরাইল বলে মনে করেন প্যানেট্টা। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে রিপাবলিকান সদস্য সিনেটর রজার এফ উইকিয়ার এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ব্যক্তিগত অভিমত জানতে চান। জবাবে প্যানেট্টা জানান, এমন কোন আশঙ্কা তিনি দেখছেন না। তবে তিনি জোর দিয়ে বলেন, ওবামা প্রশাসন ইরানের কার্যকলাপ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
No comments