পরোটা ২৫০ রুপি পানির বোতল ৪০০

পাহাড়ের ওপর কাঁটা-ঝোপটায় একটা ঝটপটানির শব্দ। কাছে গিয়ে দেখা গেল, মধ্যবয়সী এক নারী মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। হাত থেকে অঝোরে ঝরছে রক্ত। স্বর্ণের আংটি খুলতে না পেরে তাঁর আঙুলটাই কেটে নিয়েছে দুর্বৃত্তরা!
কেদার তখন খরস্রোতার কবলে। চোখের সামনে ভেসে যাচ্ছে একের পর এক দেহ। একটু আগের জমজমাট মন্দিরের চাতালটাকে চেনা দায়। জলোচ্ছ্বাস থেকে বাঁচতে হলে পাহাড়ই ভরসা। তাই সঙ্গীদের নিয়ে কোনো রকমে পাহাড়ে চড়তে শুরু করেন ওই নারী। ওঠেও ছিলেন অনেকটা পথ। কিন্তু পথে পড়েন দুষ্কৃতির কবলে। সব কিছু নেওয়ার পর তারা আংটিটাও খুলে দিতে বলেছিল। কিন্তু কিছুতেই খুলতে পারছিলেন না তিনি। আঙুলে চেপে বসেছিল সেটা। দুবর্ৃৃত্তরাও চেষ্টা চালায়। শেষে ব্যর্থ হয়ে ভোজালির কোপে কেটে নেয় আংটি-সমেত আঙুলটাই। বানভাসি উত্তরাখণ্ডে এখন চলছে ব্যাপক লুটপাট। এক বৃদ্ধ বললেন, 'কতগুলো লোক এসে সব ছিনিয়ে নিল। এমন কী জুতাজোড়াও।' নিজের শ্যালককে খুঁজছিলেন রাধেশ্যাম পাণ্ড্য। এ সময় এগিয়ে আসে এক আগন্তুক। বলল, 'দুই হাজার রুপি দিলে খুঁজে এনে দেব তাঁকে।' কিন্তু টাকা নিয়েই সে হাওয়া। আর ফিরে আসেনি। সুযোগ বুঝে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছেন। একটা পরোটা কিনতে নিচ্ছেন ২৫০ রুপি। পানির বোতল ৪০০ রুপি। ১০ রুপির চিপসের দাম নিচ্ছে ১০০ রুপি। মনোহরলাল মৌর্য (৫৬) হাসপাতালের বিছানায় শুয়ে বললন, 'এক বাটি ভাত জুটেছিল ৪০ রুপিতে।' সূত্র : আনন্দবাজার।

No comments

Powered by Blogger.