ব্যক্তিত্ব-গুরু গোপীনাথ

গুরু গোপীনাথ বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য সেরা ভারতীয় নৃত্যশিল্পী। ভারতীয় ক্লাসিক্যাল নৃত্য কথাকলিকে তিনি ভারতের সীমানা ছাড়িয়ে বিশ্বসভায় স্থান করে দিয়ে নিজের অবস্থানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। কেরালা নটনাম ঘরানার সৃষ্টি তাঁকে সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘস্থায়ী আসন দিতে সক্ষম।
তাঁর প্রতিভা এবং সৃষ্টির কারণে তাঁকে উদয় শংকরের সঙ্গে তুলনা করেন ভারতের সমঝদাররা। হিন্দু পুরাণের বৃত্ত থেকে বেরিয়েও কিভাবে ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যের প্রসার ঘটানো যায়, সেই উদাহরণ তিনি তৈরি করেছেন তাঁর সৃষ্টির মাধ্যমে। কোরিওগ্রাফির মুন্সিয়ানায় তিনি সমকালীন রাজনৈতিক বিষয়কেও দর্শকের সামনে উপস্থাপন করে অসাধারণ জনপ্রিয়তা লাভে সক্ষম হন। কথাকলি নৃত্যকে জনপ্রিয় করার জন্য তিনি সারা ভারতে ভ্রমণ করেছেন। নৃত্য পরিবেশনের পাশাপাশি এ বিষয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা করেছেন। নিজে শিক্ষা গ্রহণের পাশাপাশি পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করেছেন। বহির্বিশ্বেও তিনি একের পর এক অনুষ্ঠান করেছেন। কথাকলি সাধারণত পুরুষকেন্দ্রিক নৃত্যানুষ্ঠান। কিন্তু তিনি মেয়েদের মাধ্যমে এই নৃত্য পরিবেশনার সুযোগ তৈরি করেন। তাঁর শিল্পকর্মের দর্শকবোদ্ধা গ্রহণ করেছে আবার স্বীকৃতিও পেয়েছেন বিভিন্ন স্থান থেকে। ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (আইপিটিএ) তাঁকে গুরু উপাধিতে ভূষিত করে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ডক্টরেট প্রদান করে। বিশ্বভারতী চত্বরে তাঁর মূর্তি স্থাপিত হয়েছে তাঁকে সম্মান জানানোর জন্য। মহান শিল্পী ১৯০৮ সালের ২৪ জুন জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন ১৯৮৭ সালের ৯ অক্টোবর।
মো. হো.

No comments

Powered by Blogger.