কুমারী মায়েদের জরিমানা!

চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের রাজধানী উহান শহর কর্তৃপক্ষ কুমারী মায়েদের মোটা অঙ্কের জরিমানার বিধান করতে যাচ্ছে। এ-সংক্রান্ত আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ সম্প্রতি খসড়াটি প্রকাশ করেছে।
তবে আইনটি কার্যকর হলে গর্ভপাত ও সন্তান পরিত্যক্ত করার মতো ঘটনা বেড়ে যাবে বলে আশঙ্কা করছে অনেকেই।
জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা আইনের ওই খসড়ায় বলা হয়, প্রত্যেক কুমারী মাকে অবশ্যই আগের বছরের গড় আয়ের কমপক্ষে দ্বিগুণ অর্থ জরিমানা দিতে হবে। এ ছাড়া কোনো পুরুষকে বিবাহিত জেনেও যদি কোনো কুমারী তাঁর সন্তান ধারণ করেন, এ ক্ষেত্রেও একই বিধান কার্যকর হবে। পরিবার পরিকল্পনা ব্যবস্থাকে জোরদার করতে এবং সীমিত জন্মহার বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে। চীনের পরিবার পরিকল্পনা আইন অনুযায়ী, আইনভঙ্গকারীকে 'সামাজিক ক্ষতিপূরণ ফি' দিতে হয়। চীনে অনেক শহরে জরিমানার পরিমাণ বিগত বছরের গড় আয়ের কমপক্ষে তিনগুণ ধরা হয়। সূত্র : পিপলস ডেইলি।

No comments

Powered by Blogger.