দৈনন্দিন বিজ্ঞান-হোমিওপ্যাথি চিকিৎসা(২)

হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ দিয়ে রোগ সারানো হয় এবং হোমিওপ্যাথ চিকিৎসকরা বলছেন, এই পদ্ধতিতে সত্যিই রোগ সারানো যায়। স্কটল্যান্ডের গ্লাজগো হোমিওপ্যাথিক হসপিটালের একজন বিশেষজ্ঞ ড. ডেভিড রেইলি বলেন,
লোকে যেহেতু জানে না হোমিওপ্যাথি ওষুধ কিভাবে কাজ করে, সে কারণে তারা ধরে নেয় যে এই ওষুধে সত্যিকার কোনো উপকার পাওয়া যায় না । তিনি বলেন, "দেখুন সমস্যা হচ্ছে এখানে কোন বিষয়ে যথেষ্ট জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই তা অপছন্দ মতোন বড় একটা ব্যাপার রয়েছে, আর তার কারণ হচ্ছে হোমিওপ্যাথি ঠিক কিভাবে কাজ করে সেই প্রক্রিয়া আমরা জানি না? সুতরাং, লোকে বলবে তারা যেহেতু দেখতে পারছে না এটা কিভাবে কাজ করে, সেহেতু তারা মনে করবে এটা কাজ করে না?" চিকিৎসাবিজ্ঞানের জার্নাল ল্যানসেটে অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর হোমিওপ্যাথিসংক্রান্ত একটি রিপোর্টের কথাও রয়েছে। এই রিপোর্টে হোমিওপ্যাথি চিকিৎসার উপকারিতার কথা বলা হয়েছে। তবে ব্রিটেনের একটি চিকিৎসাবিজ্ঞান প্রতিষ্ঠান, দা পেনিনসুলা মেডিক্যাল স্কুল ইন একজিটারের প্রফেসর, এডজার্ড আর্নস্টের মতো অনেক গবেষক WHO-এর রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন। সুতরাং হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা নিয়ে বিতর্ক খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হচ্ছে না।


No comments

Powered by Blogger.