রকমারি

গাছের ‘গণিতজ্ঞান’
সূর্যালোক থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার সংগ্রহ করে গাছ।
কিন্তু রাতে তো সূর্যালোক থাকে না। তাই বলে তো রাতে খাদ্যগ্রহণ বন্ধ থাকতে পারে না। রাতের খাবার দিনেই মজুত করে গাছ। এ জন্যই তাকে জটিল অঙ্ক কষতে হয়। সম্প্রতি একটি গবেষণার ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে। যুক্তরাজ্যের নরউইচ ইউনিভার্সিটির জন ইনস সেন্টার ওই গবেষণা পরিচালনা করে। সরিষা পরিবারের অ্যারাবিডোপসিস গাছের ওপর এই গবেষণা চালানো হয়। এই গাছে ছোট ফুল হয়। গবেষক অ্যালিসন স্মিথ বলেন, গাছের বেড়ে ওঠা এবং উৎপাদন ক্ষমতার জন্য অঙ্ক কষাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, রাতের খাবার যদি আগেভাগেই মজুত করা হয়, তাহলে ভোর হওয়ার আগেই তা শেষ হয়ে যাবে এবং গাছকে উপোস থাকতে হবে। তাই সময়ক্ষণ খুব হিসাব করে গাছকে খাবার সংরক্ষণ করতে হয়। দ্য টেলিগ্রাফ।

না ঘুমিয়ে কত দিন?
একজন মানুষ না ঘুমিয়ে সর্বোচ্চ কত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারেন? কেবল অনিদ্রার কারণে কারও মৃত্যুর ঘটনা কখনো প্রমাণিত হয়নি। পরীক্ষাগারেও ব্যাপারটি নির্ণয়ের কোনো উপায় নেই। প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসন নাকি টানা ৬০ দিন নির্ঘুম কাটিয়েছিলেন। তাঁর মৃত্যুবিষয়ক মামলায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি আদালতের কাছে একজন চিকিৎসক এই তথ্য উপস্থাপন করেন। জ্যাকসন ওষুধের প্রভাবে এক ধরনের তন্দ্রাচ্ছন্ন (আরএমআই) সময় কাটাতেন। এটি অতি হালকা ঘুম, যা বিশ্রামের সঙ্গে তুলনীয়। ওই চিকিৎসকের দাবি, প্রকৃত ঘুম না হওয়ার ফলেই জ্যাকসন ধীরে ধীরে মৃত্যুর দুয়ারে পৌঁছে যান। ১৯৬৫ সালে র্যান্ডি গার্ডনার নামের এক তরুণ টানা ১১ দিন না ঘুমিয়ে থাকার রেকর্ড গড়েন।
লাইভ সায়েন্স।

No comments

Powered by Blogger.