সুইস ব্যাংকে সবচেয়ে বেশি অর্থ যুক্তরাজ্যের

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত বিদেশিদের অর্থের হিসাব প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এতে দেখা গেছে, সুইস ব্যাংকে সবচেয়ে বেশি অর্থ রয়েছে ব্রিটিশদের। তার পরই যুক্তরাষ্ট্রের অবস্থান। ভারতের চেয়ে পাকিস্তানের অর্থের পরিমাণ বেশি।
অর্থের পরিমাণের ভিত্তিতে করা তালিকায় ভারতের অবস্থান ৭০তম আর পাকিস্তানের ৬৯তম।
সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) হিসাব অনুযায়ী, সুইস ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় বিদেশি লোকজন ও প্রতিষ্ঠানের সর্বমোট ১ দশমিক ৪ ট্রিলিয়ন (১ লাখ ৪০ হাজার কোটি) সুইস ফ্রাঁ জমা আছে। এর শতকরা ২২ ভাগই যুক্তরাজ্যের। তাদের গচ্ছিত আছে সাড়ে ২৯ হাজার কোটি সুইস ফ্রাঁ। যুক্তরাজ্যের পর যথাক্রমে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, জার্সি, গার্নসি, জার্মানি, ফ্রান্স, বাহামা, কেম্যান আইল্যান্ডস ও হংকংয়ের অবস্থান।
শীর্ষ ২৫ দেশের মধ্যে সিঙ্গাপুর, জাপান, ইতালি, অস্ট্রেলিয়া, রাশিয়া, নেদারল্যান্ডস, সৌদি আরব, সাইপ্রাসের নাম আছে। চীনের অবস্থান ২৬তম। কানাডার ২৮তম, ব্রাজিলের ৩৯তম ও দক্ষিণ আফ্রিকার অবস্থান ৫০তম। মরিশাস, হাঙ্গেরি, ডেনমার্ক, ফিনল্যান্ড, লিবিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কার অবস্থান ভারতের পরে।
অর্থের পরিমাণের দিক থেকে ভারতের অবস্থান গত বছরের ৫৫তম স্থান থেকে নেমে এসে ৭০তম স্থানে দাঁড়িয়েছে। ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতীয়রা জমা রেখেছেন ৯ হাজার কোটি রুপি। বিপরীতের পাকিস্তানিদের গচ্ছিত অর্থের পরিমাণ ১৪৪ কোটি ১০ লাখ সুইস ফ্রাঁ। আগের বছর তাদের এর চেয়ে বেশি অর্থ ২১১ কোটি ৯০ লাখ সুইস ফ্রাঁ গচ্ছিত ছিল।
সূত্র : পিটিআই।

No comments

Powered by Blogger.