মালয়েশিয়ায় জরুরি অবস্থা-১৬ বছরের মধ্যে বেশি ধোঁয়াশা

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের দাবানল থেকে সৃষ্ট ধোঁয়াশার কারণে মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের দুটি জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মালয়েশিয়ার সরকার গতকাল রবিবার জানায়, ধোঁয়াশার কারণে বায়ুদূষণের মাত্রা গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এ অবস্থায় মুয়ার ও লেদাং জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মালয়েশিয়ার পরিবেশমন্ত্রী জি পালানিভেল জানান, ধোঁয়াশার কারণে বায়ুদূষণের সূচক (এপিআই) গতকাল রবিবার সকালে ৭৫০-এর ঘরে পৌঁছায়, যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। আরো দুটি শহরের বায়ুদূষণ ঝুঁকিপূর্ণ মাত্রায় পৌঁছেছে।
গ্রীষ্মের শুষ্ক মৌসুমে এ অঞ্চলের অন্যতম নিয়মিত সমস্যা হলো পাতলা কুয়াশা। এর সঙ্গে দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া মিশে তা ধোঁয়াশায় পরিণত হয়। সুমাত্রার বনে প্রায়ই অবৈধভাবে আগুন দিয়ে কৃষিজমি বাড়ানোর চেষ্টা করা হয়। গত সোমবার এমন আগুন থেকে দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলে সৃষ্ট ধোঁয়া পশ্চিমা মৌসুমি বায়ুর সঙ্গে মিশে ধোঁয়াশায় পরিণত হয়ে তা মালাক্কা প্রণালি পার হয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
মালয়েশিয়ায় এ পর্যন্ত ধোঁয়াশার সর্বোচ্চ রেকর্ড ধারণ করা হয় ১৯৯৭-৯৮ সালে। ওই সময় এপিআইতে এর মাত্রা ছিল ৮৬০। সূত্র : এএফপি।
« পূর্ববর্তী সংবাদ
   
পরবর্তী সংবাদ »
মূল পাতা দেশে দেশে

No comments

Powered by Blogger.