গুণীজন কহেন

গালাগালি হলো সেই ভাষা যা হাতা গুটিয়ে এবং হাতে থুতু ছিটিয়ে কাজে নেমে পড়ে!
কার্ল স্যান্ডবার্গ, মার্কিন লেখক

গালি নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করে।
এবং আপনি নিজেও তা ব্যবহার করেন। তবে গালির দক্ষতা শেষ হয়ে যায় ছাপার সময়!
রেমন্ড শ্যান্ডলার, মার্কিন লেখক

মার্কিনদের দুটো গালিই জানি আমি; একটা হলো ‘পায়াভারি’ আরেকটা হলো ‘বাজে’। আমার মনে হয় পায়াভারি মানে বাজে, আর বাজে মানেই পায়াভারি।
জে বি প্রিস্টলে, ব্রিটিশ লেখক

গালি হলো গরিবের কবিতা।
জন মুর, আইরিশ চিত্রপরিচালক

গালি হলো বেপরোয়াদের স্যুটকেস!
হেথার ককস, ব্রিটিশ লেখক
সূত্র: ব্রেইনি কোটস ডটকম

No comments

Powered by Blogger.