ভালো থাকুন-ডেঙ্গু রোগের লক্ষণ

ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এ রোগ ব্যাপক হারে ছড়ায়। জ্বরের সঙ্গে অন্যান্য লক্ষণের উপস্থিতির ভিত্তিতে ডেঙ্গুকে তিনটি ভাগে ভাগ করা যায়- ১. ক্ল্যাসিকাল বা সাধারণ ডেঙ্গু, ২. ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ৩. ডেঙ্গু শক সিনড্রোম।
ক্ল্যাসিকাল ডেঙ্গু রোগে প্রচণ্ড জ্বর হয়, যা ১০৪ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্তও হতে পারে। জ্বর দুই থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। সঙ্গে মাথাব্যথা, পেটব্যথা, বমি বমি ভাব, চোখের পেছনে ব্যথা, মাংসপেশি বা গিঁটে ব্যথা, শরীরে র‌্যাশ থাকতে পারে। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে জ্বর কমে যাওয়ার দু-তিন দিনের মধ্যে চামড়ায় লাল বিন্দু বা রক্তের লাল ছোপ দেখা যায়। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে মাঢ়ি বা নাক দিয়ে রক্তক্ষরণ, রক্তবমি, কালো আলকাতরার মতো পায়খানা, ফুসফুসে বা পেটে পানি জমা ইত্যাদি। ডেঙ্গু শক সিনড্রোমে ডেঙ্গু হেমোরেজিক ফিভারের উপসর্গগুলোর পাশাপাশি রোগীর রক্তচাপ হঠাৎ কমে যায়, নাড়ির গতি বৃদ্ধি পায়, হাত-পা শীতল হয়ে আসে, রোগী নিস্তেজ হয়ে পড়ে। এমনকি রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। এ সময় জ্বর হলেই ডেঙ্গু মনে করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে যেকোনো জ্বরেই সতর্কতা অবলম্বন করা ভালো এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডা. মুনতাসীর মারুফ

No comments

Powered by Blogger.