বিমানের এমডি পদে আজ কেভিন স্টিলের সাক্ষাতকার by আজাদ সুলায়মান
অবশেষে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন বিমানের এমডি পদে বিদেশী প্রার্থী কেভিন স্টিল। বিকেল চারটায় বলাকায় তাঁর মুখোমুখি সাক্ষাতকার নেবে ইন্টারভিউ বোর্ড।
তারপর আগামী বৃহস্পতিবার আসছেন অপর প্রার্থী কনর পেন্ডারসন। তারা দু’জনেই বর্তমানে এরিখ এয়ারলাইন্সে কর্মরত। বিমানের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়-এমডি নিয়োগ করার জন্য আপাতত এ দু’জনকেই বাছাই করা হয়েছে। এঁদের একজনকে বাছাই করার জন্য নেয়া হচ্ছে সরাসরি সাক্ষাতকার। এর আগে ভিডিও কনফারেন্স করে এ দু’জনকে বাছাই করা হয়েছে। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন জনকণ্ঠকে বলেন-আজ বেলা পৌনে বারোটায় বিমানের লন্ডন ফ্লাইটে আসছেন কেলভিন স্টিল। আজই তাঁর সাক্ষাতকার নেয়া হবে।
No comments