বাঘাইহাট শান্ত, ১৪৪ ধারা প্রত্যাহার পোড়া ভিটায় নতুন ঘর
রাঙ্গামাটির দুর্গম সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির আগুনে পোড়া বাঘাইহাটের সার্বিক পরিস্থিতি শান্ত হয়ে আসায় সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ১৪৪ ধারা তুলে নেয়া হয়েছে।
১৯ ও ২০ ফেব্রুয়ারি ভূমি বিরোধকে নিয়ে পাহাড়ী-বাঙালী সংর্ঘষ ও পাল্টাপাল্টি অগ্নিসংযোগের ঘটনায় রাঙ্গামাটি জেলা প্রশাসন বাঘাইহাট, গংগারাম, হাজাছড়া, সীমান্তছড়া ও বটতলী এলাকায় ২০ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করে। দীর্ঘ ১০দিন পর ওই এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসায় সোমবার দুপুর থেকে ১৪৪ ধারা তুলে নেয়া হয়েছে। বাঘাইহাটে আর যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে এবং বাঘাইছড়ি উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বাঘাইছড়ি উপজেলা সুদর্শন চাকমার অফিসে তাঁর সভাপতিত্বে পাহাড়ী-বাঙালী নেতৃবৃন্দকে নিয়ে সোমবার এক বৈঠক করেন। বৈঠকে তিগ্রসত্ম এলাকায় যাতে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা হয়। তিগ্রসত্ম পাহাড়ী-বাঙালীদের যাচাই-বাছাই করে একটি স্বচ্ছ তালিকা করার জন্য নতুন করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। বিকালে বাঘাইছড়ি বিডিআর হেডকোয়ার্টারে অনুরূপ একটি বৈঠক জোন কমান্ডার লেঃ কর্নেল শামীমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কঠোরভাবে আইনশৃঙ্খলা রা করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে তিগ্রসত্ম বাঘাইহাটে সোমবারও উপজেলা প্রশাসন ও রাঙ্গামাটির সুশীল সমাজের প থেকে তিগ্রসত্ম পাহাড়ী-বাঙালীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওর প থেকেও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এদের মধ্যে রয়েছে আসিকা উন্নয়ন সংস্থা, ইউথ স্পোর্টিং কাব প্রভৃতি । পোড়া ভিটায় নতুন করে ঘর তৈরি করছে তিগ্রসত্মরা।
No comments