সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে গান বাঙালীকে উদ্বুদ্ধ করার বড় হাতিয়ার ॥ প্রধানমন্ত্রী- আন্তর্জাতিক বাংলা সঙ্গীত উৎসব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল ভাষার মানুষের সাংস্কৃতিক অধিকার অনুধাবনে যন্ত্রের মতো কাজ করবে। বিশ্বের সকল সম্প্রদায় ও ভাষার মানুষের সমান অধিকার, আত্মসম্মান এবং তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও নিয়মনীতি পালন করে বেঁচে থাকার অধিকার রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ঢাকায় প্রথম ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল-২০১০ উদ্বোধনকালে একথা বলেন। খবর বাসসর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলৰে নগরীর শেরেবাংলানগর আন্তর্জাতিক বানিজ্যমেলার মাঠে বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট এ্যান্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত 'বাংলায় গাইবে বিশ্ব' শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের প্রখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী বলেন, গান বাঙালীর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। মাতৃভাষার অধিকার রৰায় এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গান মানুষকে অনুপ্রাণিত করেছিল।এ প্রসঙ্গে তিনি মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরম্নদ্ধে এবং গণতন্ত্রের পৰে গান বাঙালী জাতিকে উদ্বুদ্ধ করতে অন্যতম বড় অস্ত্র।
No comments