সানাউল্লাহ সভাপতি নজিবউল্লাহ সাধারণ সম্পাদক- ঢাকা বারের নির্বাচন
ঢাকা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে সানাউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক পদে নজিবউল্লাহ হিরু নির্বাচিত হয়েছেন। শুক্রবার ঢাকা বারের বর্তমান সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক গাজী শাহ আলমের উপস্থিতিতে ঢাকা বারের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট এনায়েত হোসেন খান তাঁদের বিজয়ী ঘোষণা করেন।
আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর প্রার্থী নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা সাদা প্যানেল এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বা নীল প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ২৫টি পদের বিপরীতে সাধারণ সম্পাদক, ট্রেজারার, লাইব্রেরিসহ সাদা প্যানেল ১৭টি পদে ও সভাপতি, সাংস্কৃতিক সম্পাদকসহ ৮টি পদে নীল প্যানেল বিজয়ী হয়।এশিয়ার বৃহত্তম বার ঢাকা বারের নির্বাচনের ভোটগ্রহণ গত বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাড়ে ১০ হাজার ভোটারের মধ্যে ৫ হাজার ৪১১ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নীল প্যানেল থেকে সভাপতি পদে এ্যাডভোকেট সানাউলস্নাহ মিয়া ২ হাজার ৮৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন, সাদা প্যানেলের এ্যাডভোকেট হাবিবুর রহমান পান ২ হাজার ৪৪৬ ভোট। সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে কাজী নজিবুলস্নাহ হিরম্ন পান ২ হাজার ৯৭৯ ভোট, নীল প্যানেল থেকে আনোয়ার জাহিদ ভূঁইয়া পান ২ হাজার ৩০৮ ভোট।
এছাড়া অন্যান্য পদে যাঁরা নির্বাচিত হন সহসভাপতি আবুল কালাম আজাদ (সাদা) ৩ হাজার ৮৩ ভোট ও শেখ মোঃ নুরে আলম (সাদা) ২ হাজার ৪৪৩ ভোট। ট্রেজারার পদে খন্দকার মোঃ গোলাম কিবরিয়া (জোবায়ের) (সাদা) ২ হাজার ৬৪১ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ নজরম্নল ইসলাম সরদার (সাদা) ২ হাজার ৮১৬ ভোট, আমিনুর রহমান খান (সাদা) ২ হাজার ৬০০ ভোট, লাইব্রেরি পদে কাজী শাহানারা ইয়াসমীন (সাদা) ২ হাজার ৭৪৫ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে তাবাসসুম রিফাৎ টুম্পা (নীল) ২ হাজার ৮০৫ ভোট ও দফতর সম্পাদক পদে আব্দুল খালেক মিলন (নীল) ২ হাজার ৬৮৯ ভোট। এছাড়া সাধারণ সদস্যপদে এএসএম শফিউলস্নাহ শিবলী (নীল) ৩ হাজার ৫৫ ভোট, শারমীন সুলতানা (সাদা) ২ হাজার ৯৫৯ ভোট, সোহানা তাহমিনা (সাদা) ২ হাজার ৮৭৯ ভোট, আবুল কালাম আজাদ (সাদা) ২ হাজার ৭৩৮ ভোট, রেজওয়ানা আফরিন লিথি (নীল) ২ হাজার ৫৪৯ ভোট, অনুপ কুমার বর্মণ সৌরভ (সাদা) ২ হাজার ৫৩৭ ভোট, খোরশেদ আলম (সাদা) ২ হাজার ৫২৯ ভোট, হেলাল উদ্দিন (নীল) ২ হাজার ৪ ভোট, পলাশ মলিস্নক (সাদা) ২ হাজার ৪৯০ ভোট, ওয়াহিদুর রহমান খাঁন (সাদা) ২ হাজার ৪৮২ ভোট, আক্তারম্নজ্জামান ভুঁঞা (সাদা) ২ হাজার ৪৬৪ ভোট, জামিরম্নল ইসলাম (সাদা) ২ হাজার ৪৪৭ ভোট, কামরম্নজ্জামান চৌধুরী (সাদা) ২ হাজার ৪০৩ ভোট, বজলুর রহমান ফকির (নীল) ২ হাজার ৩৯৬ ভোট ও নজরম্নল ইসলাম ভুঁইয়া (নীল) ২ হাজার ৩৮৮ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ্যাডভোকেট এনায়েত হোসেন খান ও নির্বাচন কমিশনার হিসেবে এ্যাডভোকেট এএফএম গোলাম ফাত্তাহ, এস্কান্দার আলী মিয়া, সামিউল হক ও মোজাম্মেল হোসেন দায়িত্ব পালন করেন।
No comments