অ র্থ র স by আসজাদুল কিবরিয়া

 সুশীল বলল, ‘যে ব্যক্তি কর ফাঁকি দেয়, সে নিজের দেশকে ভালোবাসে না, ভালোবাসে নিজের টাকাকে। আর যে ব্যক্তি কর দেয়, সে নিজের দেশকে ভালোবাসে।’কুশীল বলল, ‘তাই বেতন থেকে নিয়মিত টাকা বাঁচিয়ে রাখে বছর শেষে কর দেওয়ার জন্য। কিন্তু কর দিতে গিয়ে মজাটা বোঝে।’



‘এবার সবুজ দলকেই ভোট দেব।’
‘কেন রে?’
‘ওদের নেতারা অনেক ভালো প্রতিশ্রুতি দিচ্ছে। সস্তায় খাবার খাওয়াবে, সস্তায় জায়গা কেনার সুযোগ করে দেবে, আরও কত কী!’
‘বুদ্ধু কোথাকার। এগুলো যখন করবে, তখন আমাদের সবাইকে অনেক বেশি ট্যাক্সও দিতে হবে।’

No comments

Powered by Blogger.