এভারেস্টের চূড়ায় পতাকা কর্তৃপক্ষকে নজর পরে দিলেও চলবে
ইয়াহু! মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টে পা রেখেছেন। আহা কী আনন্দ আকাশে বাতাসে! কিন্তু এই আনন্দের মধ্যেও একটা তারকা চিহ্নিত প্রশ্ন জেগেছে। মুুসা ইব্রাহীম এভারেস্টে পা রেখেছেন তা তো আমরা সবাই জানি, কিন্তু প্রথমে কোন পাটা রেখেছেন? ডান পা, নাকি বাম পা? অনেকে বলবেন, ‘ধুর, এটা কোনো প্রশ্ন হলো?
ডান আর বাম কী? একটা পা রাখলেই হয়।’ কিন্তু না। মুসা ইব্রাহীম এভারেস্টে প্রথমে ডান পা রেখেছেন না বাম পা রেখেছেন এটা নিয়ে আমাদের ডানপন্থী ও বামপন্থী রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে যেকোনো সময় তুমুল তর্ক লেগে যাতে পারে। একদল বলবে মুসা ডান পা আগে রেখেছেন, অতএব তিনি ডানপন্থী দলের সমর্থক। আরেক দল বলবে, ‘অসম্ভব। মুসাকে আমি ছোটবেলা থেকে চিনি, ডান পা আগে দেওয়ার মতো লোকই সে না। সে অবশ্যই বাম পা আগে ফেলেছে। অতএব, মুসা বামপন্থী দলের সমর্থক।’ তবে আমরা সাধারণ মানুষ। জিলাপির প্যাঁচ ভালো লাগলেও রাজনীতির কঠিন প্যাঁচ আমাদের ভালো লাগে না। আমরা ডানপন্থী-বামপন্থী বুঝি না। মুসা ইব্রাহীম এভারেস্টে পা রেখেছেন, বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, এতেই আমরা মহা খুশি। কী প্রতিভা! এত কিছুর পরও তিনি দেশের পতাকাটা নিতে ভুলেননি। তবে সবাই তাঁর মতো নাও হতে পারে। এভারেস্টে ওঠার মারাত্মক টেনশনে কেউ যদি নিজের দেশের ছোট্ট পতাকাটা নিতে ভুলে যায়, তাহলে কী হবে? হাজার হাজার ফুট পথ অতিক্রম করে এভারেস্টে উঠে দেখা গেল, হায় হায়, দেশের পতাকাই আনা হয়নি! এভারেস্টের ওপরে তো দর্জি নাই যে অর্ডার দিলেই পতাকা বানিয়ে দেবে। তখন আবার নিচে নেমে পতাকা নিয়ে আবার ওপরে উঠতে হবে। কী একটা কষ্টকর ব্যাপার! তাই এভারেস্ট কর্তৃপক্ষের এ বিষয়টা নিয়ে ভেবে দেখা উচিত। এভারেস্টের চূড়ায় সব দেশের পতাকা রেখে দেওয়া যেতে পারে। তাহলে কেউ পতাকা নিতে ভুলে গেলেও কোনো সমস্যা হবে না। তবে সেটা নিয়ে আমাদের না ভাবলেও চলবে। অন্য কেউ ভুল করলে করুক, তাতে আমাদের কী? মুসা ইব্রাহীম তো আর ভুল করেননি। সেই জন্য রস+আলোর পক্ষ থেকে বিরতিহীন হাততালি।
No comments