সত্যিকারের সবজান্তা-বিবিধ
শুধু মানুষ এবং কোয়ালার হাতের ছাপ ইউনিক বা অনন্য, যা একজনের সঙ্গে অন্যজনের মিলবে না। ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত ও সাইবেরিয়াতে টাকার বদলে চায়ের ব্লক ব্যবহার করা হতো। ১৯৪০ সালে থমাস সুলিভান নামের একজন চা ব্যবসায়ী টি ব্যাগ উদ্ভাবন করেন।
‘লেমন’ শার্কের প্রতি ১৫ দিন অন্তর নতুন পাটি দাঁত জন্মায়। এদের বছরে প্রায় ২৪ হাজারের বেশি নতুন দাঁত জন্মায়।
সারা দিনে একটি হাতির মাত্র দু ঘণ্টা ঘুমোলেও চলে। অন্যদিকে একটি সিংহ (বিশেষ করে পুরুষ সিংহ) দিনে প্রায় ২০ ঘণ্টা ঘুমিয়ে কাটায়।
সামুদ্রিক ভোঁদরের ফার বা পশম সবচেয়ে ঘন। এদের শরীরের প্রতি বর্গইঞ্চিতে প্রায় ১ মিলিয়ন পশম থাকে।
লবস্টারদের (বিশেষ করে গ্রাস হপার শ্রেণীর) ব্যথার অনুভূতি নেই। এদের নার্ভাস সিস্টেম বিকেন্দ্রীভূত এবং এতে কোনো সেরিব্রাল করটেক্স না থাকাতে কোনো প্রকার ব্যথা পায় না এরা।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়সী রেফারি ইংল্যান্ডের জর্জ রিডার।১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ পরিচালনার সময়রিডারের বয়স ছিল৫৩ বছর।
ওয়েবসাইট অবলম্বনে:
সামসুল আলম
সারা দিনে একটি হাতির মাত্র দু ঘণ্টা ঘুমোলেও চলে। অন্যদিকে একটি সিংহ (বিশেষ করে পুরুষ সিংহ) দিনে প্রায় ২০ ঘণ্টা ঘুমিয়ে কাটায়।
সামুদ্রিক ভোঁদরের ফার বা পশম সবচেয়ে ঘন। এদের শরীরের প্রতি বর্গইঞ্চিতে প্রায় ১ মিলিয়ন পশম থাকে।
লবস্টারদের (বিশেষ করে গ্রাস হপার শ্রেণীর) ব্যথার অনুভূতি নেই। এদের নার্ভাস সিস্টেম বিকেন্দ্রীভূত এবং এতে কোনো সেরিব্রাল করটেক্স না থাকাতে কোনো প্রকার ব্যথা পায় না এরা।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়সী রেফারি ইংল্যান্ডের জর্জ রিডার।১৯৫০ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ পরিচালনার সময়রিডারের বয়স ছিল৫৩ বছর।
ওয়েবসাইট অবলম্বনে:
সামসুল আলম
No comments