ড্যাফোডিল বন্ধুসভার নতুন কমিটি

২ বৈশাখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে ঘোষণা করা হয় নতুন কমিটি। জয়ন্ত কর্মকারকে সভাপতি এবং ইমতিয়াজ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন: আলফেসানি শুভ, প্রিয়াংকা চন্দ্রিকা, দীপক চন্দ্র, শ্রাবণী ফারহানা, দানি আল মামুন, মিনতি চাকমা,


কাওসার হামিদ, জিয়াউর রহমান, মাকসুম আলম, জেরিন নাসরিন, জুলিয়া আফরিন, আরিফ মাহমুদ, দবিরুল ইসলাম, অলি আহমেদ, জুনায়েদ, মাহফুজ হোসাইন, ইফরানুল হক, আলি রেজা, সজীব সাহা, রনি ও নিপু। মডারেটর হন আনোয়ার হাবিব কাজল। এ ছাড়া উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হচ্ছেন: আনিস রহমান, তাইমুর রহমান, এজাজ উর রহমান, সৈকত মজুমদার, মিলন খলিফা, হাসানুল হুমায়ুন, এহতেশামুল হক, সৈয়দ আমিম সামির। কমিটি ঘোষণা করেন ক্যারিয়ার ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর সৈয়দ মিজানুর রহমান। বরিশাল বন্ধুসভার বন্ধু ডা. রাশেদের সাহায্যার্থে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে একই সঙ্গে উৎসবের সমাপ্তি এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর লুৎফর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান এবং ইমপ্রেস টেলিফিল্মের সিনিয়র প্রোগ্রাম প্রোডিউসার রাজু আলিম।

No comments

Powered by Blogger.