উত্তরা বিশ্ববিদ্যালয়-সহ-উপাচার্য হলেন ইয়াসমিন আরা
উত্তরা বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক ইয়াসমিন আরা। রাষ্ট্রপতি ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের আচার্য ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন’-এর আওতায় সম্প্রতি তাঁকে এই পদে নিয়োগ দেন। ১৯ এপ্রিল তিনি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সহ-উপাচার্যের দায়িত্ব নেন।
এর আগে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শারীরিক শিক্ষা অনুষদের ডিন হিসেবে তিনি কর্মরত ছিলেন। ১৯৯৬ সাল থেকে শিক্ষকতা পেশায় যুক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) ও ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালে ভারতের যাদবপুর ইউনিভার্সিটি থেকে বাংলায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। গোপালগঞ্জে জন্ম নেওয়া ইয়াসমিন আরার বাবা এম এ রউফ মোল্লা ও মা ছাবিরা রউফ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে বাংলা সাহিত্যে স্নাতক (সম্মান) ও ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালে ভারতের যাদবপুর ইউনিভার্সিটি থেকে বাংলায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। গোপালগঞ্জে জন্ম নেওয়া ইয়াসমিন আরার বাবা এম এ রউফ মোল্লা ও মা ছাবিরা রউফ।
No comments