অ্যাবোটাবাদে সামরিক একাডেমিতে রকেট হামলা
পাকিস্তানের অ্যাবোটাবাদে শীর্ষ সামরিক একাডেমিতে গতকাল শুক্রবার রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে ওই একাডেমির সীমানাদেয়াল ধ্বংস হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন কমান্ডোরা গত বছরের মে মাসে যে বাড়িতে অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে, তার কাছেই ওই সামরিক একাডেমির অবস্থান। বলা হয়ে থাকে, বিন লাদেন সেখানে পাঁচ বছর ধরে বাস করছিলেন।
কারা এই রকেট হামলা চালিয়েছে, তা পরিষ্কার নয়। অ্যাবোটাবাদের স্থানীয় সরকারের শীর্ষ কর্মকর্তা ইমতিয়াজ হুসাইন শাহ বলেন, মোট নয়টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে তিনটি রকেট সামরিক একাডেমির বাইরের দেয়ালে আঘাত হানে।
টিভি চ্যানেল জিয়োকে ইমতিয়াজ শাহ বলেন, ‘ওই একাডেমি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি মসজিদের পেছন থেকে পুলিশ নয়টি রকেট উৎক্ষেপণ প্যাড উদ্ধার করেছে। সেখানে একটি সড়কে পুলিশের তল্লাশিচৌকি রয়েছে। কিন্তু যে স্থানটি থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছে, তার পেছনে পাহাড়ি এলাকা রয়েছে। এ অবস্থায় ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বলা সম্ভব নয়। তবে তারা সন্ত্রাসী। তারা কীভাবে ওই স্থানে পৌঁছাল, আমরা তার তদন্ত করছি।’ এএফপি।
টিভি চ্যানেল জিয়োকে ইমতিয়াজ শাহ বলেন, ‘ওই একাডেমি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি মসজিদের পেছন থেকে পুলিশ নয়টি রকেট উৎক্ষেপণ প্যাড উদ্ধার করেছে। সেখানে একটি সড়কে পুলিশের তল্লাশিচৌকি রয়েছে। কিন্তু যে স্থানটি থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছে, তার পেছনে পাহাড়ি এলাকা রয়েছে। এ অবস্থায় ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বলা সম্ভব নয়। তবে তারা সন্ত্রাসী। তারা কীভাবে ওই স্থানে পৌঁছাল, আমরা তার তদন্ত করছি।’ এএফপি।
No comments