সাফল্যের পাখায় আমব্রিন by সৌরভ রাহমান

রটিভির সরাসরি গেম শো 'ঠিক বলছেন তো'র সঞ্চালনা করে রাত ১০টায় বাসায় ফিরলেন আমব্রিন। কোথাও ক্লান্তির লেশ মাত্র নেই। ফুর্তিতে টইটম্বুর। ২০০৭ সালে বিনোদনজগতে পথচলা শুরু। এখন অভিনয়, মডেলিং, উপস্থাপনা_তিনটিতেই সমান ব্যস্ত। ক্যারিয়ারের পালে হাওয়া লেগেছে কখন? প্রশ্নটির জন্য বোধ হয় মানসিকভাবে প্রস্তুত ছিলেন আমব্রিন। উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না।


"প্রচারিত বিজ্ঞাপনগুলোর মধ্যে পিপলু খানের 'বাংলালিংক দেশ ফাইভ', মোস্তফা সরয়ার ফারুকীর 'বাংলালিংক টাইমার', 'ফ্রেঞ্চ ফ্রাই'_এই তিনটি বিজ্ঞাপনে অংশ নিয়ে দর্শক ও নির্মাতাদের সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। তবে বিশেষভাবে বলতে গেলে 'বাংলালিংক দেশ ফাইভ' এর কথা বলতে হয়। এটি আমার ক্যারিয়ারের মোড় পরিবর্তনে বিশেষ ভূমিকা রেখেছে।" বললেন আত্মবিশ্বাসী আমব্রিন। বাংলালিংক দেশ সিরিজের পঞ্চম বিজ্ঞাপনে আমব্রিন অংশ নিয়েছিলেন বাঙালি লক্ষ্মী বধূর ভূমিকায়। চরিত্রটির জন্য বিজ্ঞাপনী সংস্থা ক্যারট তাঁকে মনোনীত করার অন্যতম কারণ ছিল তাঁর বাঁকা দাঁতের হৃদয়ছোঁয়া হাসি। বিজ্ঞাপনটিতে তাঁর মুখে সংলাপ কিংবা জিঙ্গেল কোনোটিই ছিল না। কেবল হাসি দিয়েই আমব্রিন জয় করেছেন দর্শক ও নির্মাতাদের হৃদয়। সাফল্যের ধারাবাহিকতায় মডেলিংয়ে তাঁর ব্যস্ততা বেড়েছে বহুগুণ। 'বাংলালিংক টাইমার' ও 'ফ্রেঞ্চ ফ্রাই' ছাড়াও অংশ নিয়েছেন বসুন্ধরা, ফোর এইচ ফোর, কাই অ্যালুমিনিয়াম, বেঙ্গল কনটেইনার, বাংলালিংক অ্যাডভান্স ব্যালেন্স প্রভৃতি বিজ্ঞাপনে। প্রচার অপেক্ষায় রয়েছে আরো একগাদা বিজ্ঞাপনচিত্র। বাংলালিংক টাইমার-এ আমব্রিন অভিমানী বউ, আবার ফ্রেঞ্চ ফ্রাই বিজ্ঞাপনচিত্রে ঝগড়াটে প্রেমিকা। এ দুটি বিজ্ঞাপনেও তাঁর যথাযথ উপস্থিতি দর্শক ও নির্মাতাদের নজর কেড়েছে। কেবল মডেলিং নয়, অভিনয় ও উপস্থাপনা দিয়েও দর্শক হৃদয়ে দাগ কাটতে শুরু করেছেন আমব্রিন। লাঙ্-চ্যানেল আই সুপারস্টার ২০০৭-এ সেরা দশে থাকার সুবাদে আফজাল হোসেনের সুনজরে আসেন। তাঁর পরিচালনায় আমব্রিন অংশ নেন ক্যারিয়ারের প্রথম খণ্ড নাটক 'চল বিয়ে করি' এবং 'ফুল মিয়া' ধারাবাহিকে। এরপর অরণ্য আনোয়ারের ধারাবাহিক 'চবি্বশ ঘণ্টা'তেও অন্যতম প্রধান চরিত্রে অংশ নেন। পাশাপাশি মনোযোগ দেন অনুষ্ঠান সঞ্চালনায়। এনটিভির মার্কস অলরাউন্ডার, এটিএনের স্টাইল আইকন প্রতিযোগিতানুষ্ঠানের সঞ্চালনা করেছেন। গেল ঈদে অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের 'নিশিকাব্য' এবং 'চৌধুরী খালেকুজ্জামানের মৃত্যুচিন্তা' খণ্ডনাটকে। এ দুটি নাটকে তাঁর অভিনয় বেশ প্রশংসিতও হয়েছে। এখন এটিএন বাংলায় চলছে আমব্রিন অভিনীত ধারাবাহিক 'এই শহরে'। প্রচার অপেক্ষায় রয়েছে আরো কিছু খণ্ড ও ধারাবাহিক। অভিনয়, মডেলিং, সঞ্চালনা_কোনটিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমব্রিন জানালেন, 'সঞ্চালনায় আমি বেশি সাবলীল। এতেই আমার যত আনন্দ। ভীষণ উপভোগ করছি।' বর্তমানে আমব্রিন সঞ্চালনা করছেন আরটিভির গেম শো 'ঠিক বলছেন তো?', 'বসুধা তোমার জন্য আমার এ গান', ইটিভির 'সিনে হিটস', মাইটিভির রান্নাবিষয়ক 'পাকের ঘর', এটিএনের 'আইটি জোন' প্রভৃতি অনুষ্ঠান। অভিনয়, মডেলিং, সঞ্চালনার পাশাপাশি আমব্রিন ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করছেন এনআইএফডিতে। শিগগিরই একটি বুটিক হাউস চালু করার কথা ভাবছেন। যেখানে স্থান পাবে তাঁরই ডিজাইন করা সব পোশাক।

No comments

Powered by Blogger.