জিতেও শেবাগের মুখে ব্যাটসম্যানদের সমালোচনা
জয় তো জয়ই, হোক না সেটা এক উইকেট বা ১০ উইকেটের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এক উইকেটের নাটকীয় জয় পেয়ে তাই স্বস্তিতে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দর শেবাগ। কিন্তু তাই বলে বুধবার রাতে কটকের ম্যাচটি শেষে আত্মসমালোচনা করতে ভুলছেন না তিনি। বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করতে না পারার পেছনে কোনো অজুহাতই দেখাতে রাজি নন শেবাগ_পার্থিব প্যাটেল, গৌতম গম্ভীর আর সুরেশ
রায়নাদের বলছেন এই দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিতে। অন্যদিকে হাতের মুঠোয় পাওয়া জয় ফসকে যাওয়ায় হতাশ ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ড্যারেন সামি, কিন্তু মাত্র ২১১ রানের পুঁজি নিয়েও নিজের দলের লড়াই দেখে তিনি উজ্জীবিত_আশা করছেন এখান থেকে অনুপ্রেরণা নিয়ে পরের ম্যাচগুলোয় আরো ভালো করবে তাঁর দল।
বুধবারের এ ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন শেবাগ। ভারতের অনভিজ্ঞ বোলিং লাইনআপ অধিনায়কের সিদ্ধান্তটাকে যথার্থই প্রমাণ করেছে সফরকারীদের ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রানে বেঁধে রেখে। কিন্তু ব্যাট করতে নেমে মুদ্রার অন্য পিঠটাও দেখেছেন শেবাগ, ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে একপর্যায়ে তো হারের শঙ্কাই চেপে বসেছিল ভারতীয় শিবিরে। ষষ্ঠ উইকেটে রোহিত শর্মা (৭২) আর রবীন্দ্র জাদেজার (৩৮) ৮৩ আর অষ্টম উইকেটে শর্মা ও বিনয় কুমারের (১৮) ৪২ রানের জুটিতে দূর হয়েছে সেই শঙ্কা। ৯৯ বলে একটি ছক্কা আর তিনটি বাউন্ডারিতে সাজানো রোহিত শর্মার ম্যাচজেতানো ইনিংসটি শেষ হওয়ার পর বাকি কাজটুকু সেরেছেন দুই পেসার_বরুণ অ্যারন আর উমেশ যাদব। শেবাগ তাই ক্ষুব্ধ তাঁর টপঅর্ডারের ওপর, 'ভারতীয় দলের স্কোর ৫৯/৫ হতে সাধারণত দেখা যায় না। আমাদের ব্যাটসম্যানরা ভুল করেছে, বিশেষ করে পার্থিব, গম্ভীর আর রায়না খুবই দায়িত্বহীন শট খেলে আউট হয়েছেন। কারো রান করতে না পারার কোনো ব্যাখ্যাই থাকতে পারে না, আমাদের এ ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারব।' তবে শেষ পর্যন্ত যাদের কল্যাণে জয় পেয়েছে ভারত, সেই জাদেজা ও বিশেষ করে রোহিত শর্মার প্রশংসা করতে ভুললেন না ভারত-অধিনায়ক, 'সমস্ত কৃতিত্ব পাওনা রোহিত, জাদেজা আর বিনয় কুমারের। রোহিত আমাদের দলের প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন, সে দিন দিন উন্নতি করছে আর এ ম্যাচে তো সে তার সামর্থ্য আবারও প্রমাণ করেছে।'
ক্যারিবীয়দের কাছে এ ম্যাচের বিশ্লেষণ একেবারেই অন্য রকম। আন্ডারডগ হিসেবে শুরু করেছিল তারা, ব্যাটিংয়ে খারাপ করায় জয়টাকে আরো দূরের বাতিঘর মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল, ড্যারেন সামির কাছে গুরুত্ব পাচ্ছে সেটাই, 'হারলে তো খারাপ লাগেই। আসলে জয়টাকে হাতের মুঠোয় পোরার জন্য যেটুকু শক্তি প্রয়োজন, সেটাই ছিল না আমাদের। নইলে আমরা কিন্তু একেবারে শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি আমার দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসাই করব।' হারের কারণটা বিশ্লেষণ করতে গিয়ে তাঁর উপলব্ধি, 'আমরা অন্য রকমভাবেও করতে পারতাম কাজটা। ভেবে দেখুন, আমরা কিন্তু ২৩টি অতিরিক্ত রান দিয়েছি।' ক্রিকইনফো, ওয়েবসাইট
বুধবারের এ ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন শেবাগ। ভারতের অনভিজ্ঞ বোলিং লাইনআপ অধিনায়কের সিদ্ধান্তটাকে যথার্থই প্রমাণ করেছে সফরকারীদের ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রানে বেঁধে রেখে। কিন্তু ব্যাট করতে নেমে মুদ্রার অন্য পিঠটাও দেখেছেন শেবাগ, ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে একপর্যায়ে তো হারের শঙ্কাই চেপে বসেছিল ভারতীয় শিবিরে। ষষ্ঠ উইকেটে রোহিত শর্মা (৭২) আর রবীন্দ্র জাদেজার (৩৮) ৮৩ আর অষ্টম উইকেটে শর্মা ও বিনয় কুমারের (১৮) ৪২ রানের জুটিতে দূর হয়েছে সেই শঙ্কা। ৯৯ বলে একটি ছক্কা আর তিনটি বাউন্ডারিতে সাজানো রোহিত শর্মার ম্যাচজেতানো ইনিংসটি শেষ হওয়ার পর বাকি কাজটুকু সেরেছেন দুই পেসার_বরুণ অ্যারন আর উমেশ যাদব। শেবাগ তাই ক্ষুব্ধ তাঁর টপঅর্ডারের ওপর, 'ভারতীয় দলের স্কোর ৫৯/৫ হতে সাধারণত দেখা যায় না। আমাদের ব্যাটসম্যানরা ভুল করেছে, বিশেষ করে পার্থিব, গম্ভীর আর রায়না খুবই দায়িত্বহীন শট খেলে আউট হয়েছেন। কারো রান করতে না পারার কোনো ব্যাখ্যাই থাকতে পারে না, আমাদের এ ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আশা করি পরের ম্যাচগুলোতে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারব।' তবে শেষ পর্যন্ত যাদের কল্যাণে জয় পেয়েছে ভারত, সেই জাদেজা ও বিশেষ করে রোহিত শর্মার প্রশংসা করতে ভুললেন না ভারত-অধিনায়ক, 'সমস্ত কৃতিত্ব পাওনা রোহিত, জাদেজা আর বিনয় কুমারের। রোহিত আমাদের দলের প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন, সে দিন দিন উন্নতি করছে আর এ ম্যাচে তো সে তার সামর্থ্য আবারও প্রমাণ করেছে।'
ক্যারিবীয়দের কাছে এ ম্যাচের বিশ্লেষণ একেবারেই অন্য রকম। আন্ডারডগ হিসেবে শুরু করেছিল তারা, ব্যাটিংয়ে খারাপ করায় জয়টাকে আরো দূরের বাতিঘর মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল, ড্যারেন সামির কাছে গুরুত্ব পাচ্ছে সেটাই, 'হারলে তো খারাপ লাগেই। আসলে জয়টাকে হাতের মুঠোয় পোরার জন্য যেটুকু শক্তি প্রয়োজন, সেটাই ছিল না আমাদের। নইলে আমরা কিন্তু একেবারে শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি আমার দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসাই করব।' হারের কারণটা বিশ্লেষণ করতে গিয়ে তাঁর উপলব্ধি, 'আমরা অন্য রকমভাবেও করতে পারতাম কাজটা। ভেবে দেখুন, আমরা কিন্তু ২৩টি অতিরিক্ত রান দিয়েছি।' ক্রিকইনফো, ওয়েবসাইট
No comments