সৃজনশীল কাজে অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট

গ্রাফিক্স ডিজাইনসহ নানা সৃজনশীল কাজের জন্য অ্যাডোবি সফটওয়্যারের জুড়ি নেই। আর অ্যাডোবি সফটওয়্যারের সংগ্রহশালার মধ্যে অসাধারণ একটি সফটওয়্যার ক্রিয়েটিভ স্যুট। গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিংসহ প্রায় সব কাজই করা যায় অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুটে। সফটওয়্যারটিতে রয়েছে এইচটিএমএল৫ এবং মোবাইল অ্যাপিল্গকেশন তৈরির জন্য বাড়তি সুবিধা ও টুলস। সম্প্রতি বাজারে এসেছে অ্যাডোবি


ক্রিয়েটিভ স্যুট ৫.৫। নতুন এই সংস্করণে রয়েছে ফটোশপ, ইনডিজাইন, ইলাস্ট্রেটর, অ্যাক্রোবেট রিডার, ফ্ল্যাশ বিল্ডার প্রিমিয়াম, ফ্ল্যাশ ক্যাটালিস্ট, ফ্ল্যাশ প্রফেশনাল, ড্রিমওয়েভার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসের নতুন সংস্করণ। ফ্ল্যাশ এবং ক্রস পল্গাটফর্ম ফ্ল্যাশ অ্যাপিল্গকেশন তৈরির জন্য অসাধারণ এটি। সফটওয়্যারটির টেক্সট এবং বিভিন্ন শেপ থেকে থ্রিডি লোগো ও আর্টওয়ার্ক তৈরি, ইলাস্ট্রেটরে ড্রয়িং টুলস, ব্রাশ, ভেক্টর গ্রাফিক্স ইত্যাদি ফিচারে সমন্বয় আনা হয়েছে। অ্যাডোব ব্রিজের মাধ্যমে বিভিন্ন ফাইল ব্রাউজিংয়ের সুবিধা রয়েছে। রয়েছে কোড ছাড়াই ডিজিটাল মিডিয়ার ডিজাইন তৈরির সুবিধা। এটি বিনামূল্যে http://adobe.ly/nb647t থেকে ডাউনলোড করা যাবে। হকৌশিক মাহমু

No comments

Powered by Blogger.