গিটারে স্বপ্নফেরি

ঙ্গীতের বিশাল সমুদ্রে ১৯৭৬ সালের শেষের দিকে গিটারে হাত রেখেছিলেন আইয়ুব বাচ্চু। এখনও তিনি চলছেন। এখনও গিটার নিয়েই আছেন। গিটারই তার শিরা-ধমণী। গিটারেই তিনি স্বপ্ন ফেরি করে বেড়ান। তার ভাষায়, 'গিটার আমার রক্তে মিশে আছে। এটাই আমার হিমোগ্গ্নোবিন।' আইয়ুব বাচ্চুর সংগ্রহে এখন ২৫টিরও বেশি রূপালি, সাদা, কালো, সবুজসহ নানা রঙের গিটার আছে। এগুলো নিয়ে তিনি একটি প্রদর্শনী করার স্বপ্ন দেখেন। জানালেন_


'আরেকটু গুছিয়ে পৃষ্ঠপোষকতা পেলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো এ প্রদর্শনীর।'বেশ কিছুদিন ধরে আইয়ুব বাচ্চু মহাব্যস্ত। 'সপ্তম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস' অনুষ্ঠানে তার সঙ্গীতায়োজনে জর্জ হ্যারিসনের 'বাংলাদেশ' গানটি পরিবেশন করা হয়েছে। এর পরদিন [২৬ নভেম্বর] চট্টগ্রামে বামবা-ইউএনএফপিএ কনসার্টে বাজিয়েছেন। এ কনসার্টের শীর্ষসঙ্গীতও তারই করা। এখন বিজিএমইএ'র জন্য একটি গান তৈরি করছেন। এতে তার পাশাপাশি কণ্ঠ দিচ্ছেন আরিফ, আতিক হাসান, মিমি ও কণা। বাটেক্সপো নাইটে দুই দিন অনুষ্ঠানের শুরুতেই বাজবে এটি। এ ছাড়া নতুন ব্যান্ডশিল্পী খোঁজার প্রতিযোগিতা 'গেট সেট রক'-এর বিচারকও হয়েছেন। এই যে তিনি ছুটে বেড়ান, এই প্রাণশক্তির উৎস কী? 'যারা আমাকে শোনেন, আমার গিটার, সুর, গান শোনেন সেইসব দর্শক-শ্রোতাই এই অফুরন্ত প্রাণশক্তি জোগান।'
আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি এখন তুমুল ব্যস্ত। কনসার্টে নিয়মিত সঙ্গীত পরিবেশন করছে। সম্প্রতি ২০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গিয়েছিল দলটি। দুই দশক আগে যে ভাবনা ছিল তাতে কতটা পরিবর্তন এসেছে এলআরবির মধ্যে? 'আগে মনে হচ্ছিল সব শিখে ফেলেছি। কিন্তু এখনও আমরা শিখছি। শেখার কোনো শেষ নেই। কবে যে শেখা শেষ হবে জানি না, তবে ত্রুটি রাখছি না।'
এলআরবির নতুন অ্যালবাম কবে আসবে এটা এখন ভক্তদের মুখে থাকেই। এ বিষয়ে আইয়ুব বাচ্চু জানান, 'সিডি আকারেই এটি বের হবে। পাশাপাশি আমাদের ১৩টি অ্যালবামের জনপ্রিয় গানগুলো যেমন_ 'সেই তুমি', 'ঘুম ভাঙা শহরে', 'রূপালি গিটার', 'মাধবী', 'ফেরারি মন' ইত্যাদি নতুন করে রেকর্ড করছি। গোল্ডেন ডিস্ক হিসেবে এগুলো প্রকাশ করব। আমার নিজের স্টুডিও এবি কিচেনেই হচ্ছে এর কাজ।'
দেশের সঙ্গীতাঙ্গনের বর্তমান অবস্থা মন্দা-এ কথা মানতে রাজি নন আইয়ুব বাচ্চু। সঙ্গীতাঙ্গন এখন অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো সময় পার করছে বলে অভিমত তার। 'সঙ্গীতাঙ্গন এখন চাঙ্গা। টিভিতে নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠান হচ্ছে। মুঠোফোনে অ্যালবাম বের করছে প্রতিষ্ঠানগুলো। এটা প্রশংসনীয় একটি উদ্যোগ। তবে অডিও শিল্পের অবস্থা পাতাবিহীন মরা গাছের মতো। এই শিল্প তাজা হোক, এই প্রত্যাশা করি।'

No comments

Powered by Blogger.