সংসদের বহুল আলোচিত একাদশ অধিবেশন শেষ-ঢাকার বিভক্তিসহ সাতটি বিল পাস

প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যদের বর্জনের মধ্য দিয়েই গতকাল বুধবার শেষ হয়েছে নবম জাতীয় সংসদের একাদশ অধিবেশন। মাত্র ১৩ কার্যদিবসের এ অধিবেশনে বহুল আলোচিত তিনটি গুরুত্বপূর্ণ বিলসহ ছয়টি সরকারি ও একটি বেসরকারি বিল পাস হয়েছে। অধিবেশনে সমাপনী বক্তব্যে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ গত তিন বছরে সরকারের সফলতা-ব্যর্থতা মূল্যায়নের জন্য সংসদ সদস্যদের প্রতি


আহ্বান জানান।জাতীয় সংসদের একাদশ অধিবেশন গত ২০ অক্টোবর শুরু হয়। বিরোধী চারদলীয় জোটের সদস্যরা বিগত অধিবেশনের মতো এ অধিবেশনও বর্জন করেন। অধিবেশনে বিরোধী দলের আনা ৫২টি মুলতবি প্রস্তাব স্পিকার নাকচ করেছেন। অধিবেশনে ১৫টি বিলের মধ্যে ছয়টি সরকারি এবং একটি বেসরকারি বিলসহ মোট সাতটি বিল পাস হয়। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি বিল হলো ঢাকা সিটি করপোরেশনকে বিভক্ত করতে আনা বহুল আলোচিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল-২০১১, উপজেলা পরিষদ (সংশোধন) বিল-২০১১, দেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের কাছে অর্পিত সম্পত্তি ফেরত দেওয়ার বিধান রেখে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিল-২০১১। এ ছাড়া দীর্ঘ ৯ বছর পর জাতীয় সংসদে 'দ্য লিপারস (রিপিল) অ্যাক্ট ২০১১' নামের একটি বেসরকারি বিল পাস হয়েছে। অধিবেশনে জনগুরুত্বপূর্ণ ৭১ বিধিতে আনা ৪৯০টি নোটিশের মধ্যে গৃহীত ১৮টির মধ্যে ১২টির ওপর আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য পাওয়া ১৪২টি প্রশ্নের মধ্যে ৪৭টি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আর দুই হাজার ৩৪৩টি সাধারণ প্রশ্নের মধ্যে মন্ত্রীরা এক হাজার ৮৪টি প্রশ্নের উত্তর দিয়েছেন। এ ছাড়া সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ সাউথ সাউথ পুরস্কারে ভূষিত করায় তাঁকে অভিনন্দন জানাতে ১৪৭ (প্রস্তাব ও সাধারণ) বিধিতে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। অধিবেশনের সমাপনী ভাষণে স্পিকার বলেন, 'জাতীয় সংসদের এ অধিবেশন ছিল বছরের শেষ অধিবেশন। সামনের অধিবেশনেই বর্তমান সংসদের তিন বছর মেয়াদ পূর্ণ হবে। তিন বছরে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের জন্য কী করতে পেরেছি, তা ভেবে দেখতে হবে। জনগণ আমাদের ভোট দিয়েছে সংসদে এসে তাদের দাবি-দাওয়া ও চাওয়া-পাওয়ার কথা বলার জন্য। জনগণ ঠিকই আমাদের সফলতা ও ব্যর্থতার মূল্যায়ন করছে। আমি সংসদ সদস্যদের এ ব্যাপারে সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি।' বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, 'আশা করি বিরোধী দল আগামী অধিবেশনে আসবে। সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুসরণ করে তারা যথাযথ ভূমিকা রাখবে। জনগণের চাওয়া-পাওয়ার কথা সংসদে তুলে ধরবে।'

No comments

Powered by Blogger.