রবিবার ঢাকায় হরতাল-ডিসিসি ভাগের প্রতিবাদে বিএনপির কর্মসূচি

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার প্রতিবাদে আগামী রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংসদের প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ, শনিবার ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিক্ষোভ


মিছিল কর্মসূচি।বৈঠক চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, সরকার নগরবাসীর দাবি উপেক্ষা করে ডিসিসিকে দুই ভাগ করেছে। সরকারের এ সিদ্ধান্ত শুধু বিএনপি নয়, নগরবাসীও মেনে নেবে না। নগরীর জনগণ হরতাল সফল করতে রাস্তায় নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।টিপাইমুখ বাঁধের ব্যাপারে দিলি্লর কাছে পাঠানো চিঠির জবাব এবং ডিসিসি ভাগ করা নিয়ে আজ বৃহস্পতিবার খালেদা জিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে পারেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ডিসিসির বিভক্তি, টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিএনপি চেয়ারপারসনের চিঠির জবাব নিয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, ডিসিসি ভাগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও ডিসিসি ভাগ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

No comments

Powered by Blogger.