বাংলাদেশের আইটি শিল্পে আগ্রহী ডেল

শিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠন ডেল।গত মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আগ্রহ প্রকাশ করেন ডেলের দক্ষিণ এশিয়া বাজার উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক হার্জিত রেখি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তিতে ডেলের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে তথ্যপ্রযুক্তির পাশাপাশি শিক্ষা,


স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সেক্টরে প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা প্রয়োজন। এসব সেক্টরে সহায়তা করতে আগ্রহী আমরা। এ সময় ডেলের বাংলাদেশ প্রধান সনিয়া বশির কবির উপস্থিত ছিলেন। হার্জিত রাখি বলেন, কম্পিউটিং সলিউশন প্রদানের ক্ষেত্রে ডেল বিভিন্ন কৌশল এবং তথ্য প্রদান করে যা পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির যুগে দারুণ সহায়ক। ক্রেতাদের ডিভাইস থেকে ডাটা সেন্টার ও ক্লাউড পর্যন্ত তথ্যপ্রযুক্তি অবকাঠামো ব্যবহার ও নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ সেবা প্রদানে ডেল বিশ্বের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ডেল বাংলাদেশের ক্রেতাদের জন্য উলেল্গখযোগ্য অফার নিয়ে আসতে এবং তাদের বিশ্বস্ত তথ্যপ্রযুক্তি পরামর্শদাতা হিসেবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ডেলের চ্যানেল পার্টনার নেটওয়ার্ক শক্তিশালী করতে এবং প্রাতিষ্ঠানিক ও গ্রাহক পর্যায়ে সেবা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
তুহিন মাহমুদ

No comments

Powered by Blogger.