ব্যাটিং নিয়ে হতাশ নির্বাচকরাও

ছুটির দিনে পাঞ্জাবি পরে একটু অন্যরকমভাবেই গতকাল মাঠে এসেছিলেন দুই নির্বাচক আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নু। বেশে ছুটির ছটা থাকলেও মনে তা একেবারেই ছিল না। আগের রাতে ৯১ রানে ছেলেদের অল আউট হয়ে যাওয়ার কষ্টটা দুই নির্বাচকের চোখে-মুখেই ধরা পড়েছিল; কিন্তু কেন এমন হচ্ছে? কেন আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না? কোনো অফিসিয়াল ব্রিফিং ছিল না, সাংবাদিকদের সঙ্গে দেখা হয়ে যাওয়াতেই তাই


অনেকগুলো প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দুই নির্বাচককে। যার উত্তর দিতে গিয়ে ভেতর থেকে হতাশা ঠিকরে বের হলো। 'এসব প্রশ্নের উত্তর কীভাবে দেব? আমরা তো মাঠের বাইরে থেকে ভালো-মন্দ অনেক কিছুই বুঝিয়ে দেই; কিন্তু মাঠে গিয়ে খেলতে তো হয় ক্রিকেটারদেরই। তারা যদি সেটা প্রয়োগ করতে না পারে তাহলে এর কী জবাব আছে বলুন। পাকিস্তানি স্পিনারদের গতি অন্যসব দলের স্পিনারদের চেয়ে একটু বেশি হয়। তাই ওদের ব্যাকফুটে গিয়ে কাট করাটা ঝুঁকিপূর্ণ, এটা আমাদের ক্রিকেটাররাও জানে; কিন্তু এদিন পাকিস্তানি স্পিনারদের বলে মিড অন কিংবা মিড অফ দিয়ে আমাদের কেউই রান বের করতে পারেনি।' মিনহাজুল আবেদীন নান্নুর আক্ষেপটা এখানেই। এমনিতেই দলের ব্যাটিং অর্ডারে রান পাচ্ছে না, তার ওপর মিরপুরের অতিমাত্রায় টার্নিং উইকেট বিষফোঁড়া হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।
তবে পেশাদার ক্রিকেটে উইকেটের অজুহাত খুব একটা চলে না। সে কারণেই টপ অর্ডার ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন দুই নির্বাচক। তবে টপ অর্ডারে নাঈম ইসলাম আর শাহরিয়ার নাফীসের মতো এমন দু'জন প্রথম ওয়ানডে খেলেছেন_ যাদের মনের মধ্যে পরের ম্যাচে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল। এ ধরনের ব্যাটসম্যান কি পারবেন নিজেদের চাপ সামলে দলের চাপ কমাতে? 'কাকে নেওয়া হবে বলুন, ওয়েস্ট ইন্ডিজ সফরে 'এ' দলের হয়ে এমন চার ক্রিকেটারকে পাঠানো হয়েছিল, যারা রান পেলে আজ জাতীয় দলে থাকতে পারত। অথচ তাদের কেউই রানে নেই। জাতীয় লীগেও টপ অর্ডারে ধারাবাহিক রান পাওয়া ব্যাটসম্যান নেই।' টপ অর্ডার ব্যাটিং লাইনআপ স্থিতিশীল না হওয়ার আক্ষেপ ছিল আকরাম খানের। তবে মিনহাজুল আবেদীন নান্নু ব্যাটসম্যানদের রান না পাওয়ার পেছনে আরও একটি বড় কারণ খুঁজে পেয়েছেন। 'আমাদের একটা সমস্যা আছে, কোনো সিরিজ শেষে আরেকটা সিরিজ শুরু হওয়ার মাঝে আমাদের ব্যাটসম্যানরা কোনো ম্যাচের মধ্যে থাকে না। অনেকেই ঘরোয়া লীগ খেলে না। যার কারণে আবার নতুন সিরিজ শুরু হলে রান পাওয়ার জন্য কষ্ট করতে হয়।'

No comments

Powered by Blogger.