ইরানে এ মুহূর্তে হামলা নয়: বারাক
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় এ মুহূর্তে হামলা নয়। তবে ইসরায়েলের হাতে সব ধরনের বিকল্প পদক্ষেপই উন্মুক্ত রয়েছে।
তেহরানে ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানানো হয়।
ইসরায়েলের রাষ্ট্রীয় বেতারে গতকাল এহুদ বারাক বলেন, ‘এ মুহূর্তে কোনো হামলা চালানোর মতো ইচ্ছে আমাদের নেই।...আদতে যেখানে কোনো দরকারই নেই, সেখানে আমাদের যুদ্ধে জড়ানো উচিত নয়। তবে পরিস্থিতি বাধ্য করলে যেকোনো সময় হামলা চালানো হবে।’
তেহরানে ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) প্রতি আহ্বান জানিয়েছে। গতকাল ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানানো হয়।
ইসরায়েলের রাষ্ট্রীয় বেতারে গতকাল এহুদ বারাক বলেন, ‘এ মুহূর্তে কোনো হামলা চালানোর মতো ইচ্ছে আমাদের নেই।...আদতে যেখানে কোনো দরকারই নেই, সেখানে আমাদের যুদ্ধে জড়ানো উচিত নয়। তবে পরিস্থিতি বাধ্য করলে যেকোনো সময় হামলা চালানো হবে।’
No comments