স্পেন-আতঙ্কে সবাই
গ্রুপ অব ডেথ’ জীবনে অনেক শুনেছেন। কিন্তু ভাবুন তো, যদি একই গ্রুপে পড়ে স্পেন, জার্মানি, পর্তুগাল আর ফ্রান্স! এমনই এক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে ইউরো ২০১২। আজ ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত হবে ইউরোর ড্র।
এক নম্বর পাত্রে দুই স্বাগতিক পোল্যান্ড-ইউক্রেনের সঙ্গে আছে স্পেন ও হল্যান্ড। দ্বিতীয় পাত্রে জার্মানি, ইতালি, ইংল্যান্ড ও রাশিয়া। তৃতীয় পাত্রে ক্রোয়েশিয়া, গ্রিস, পর্তুগাল ও সুইডেন এবং চতুর্থ ও শেষ পাত্রে আছে ডেনমার্ক, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যান্ড। ফলে ইউরোপের সেরা চারটি দলেরই এক গ্রুপে পড়ে যাওয়ার সম্ভাবনা ভালোমতোই আছে বৈকি!
অবশ্য সবগুলো দলই চাইছে, তাদের গ্রুপে যেন স্পেন অন্তত না পড়ে।
এক নম্বর পাত্রে দুই স্বাগতিক পোল্যান্ড-ইউক্রেনের সঙ্গে আছে স্পেন ও হল্যান্ড। দ্বিতীয় পাত্রে জার্মানি, ইতালি, ইংল্যান্ড ও রাশিয়া। তৃতীয় পাত্রে ক্রোয়েশিয়া, গ্রিস, পর্তুগাল ও সুইডেন এবং চতুর্থ ও শেষ পাত্রে আছে ডেনমার্ক, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যান্ড। ফলে ইউরোপের সেরা চারটি দলেরই এক গ্রুপে পড়ে যাওয়ার সম্ভাবনা ভালোমতোই আছে বৈকি!
অবশ্য সবগুলো দলই চাইছে, তাদের গ্রুপে যেন স্পেন অন্তত না পড়ে।
No comments