ইন্টারনেটে সংরক্ষিত থাক প্রয়োজনীয় সব ফাইল by কৌশিক মাহমুদ

ফাইলের নিরাপত্তা ও ব্যবহারের জন্য অনেক সময় সেটি অনলাইনে আপলোড করে রাখা হয়। এর ফলে ইন্টারনেটে থাকা অবস্থায় অন্য কম্পিউটার থেকেও আপলোড করা ফাইল দেখা বা ব্যবহার করা যায়। প্রয়োজনে অন্যের সঙ্গে শেয়ারও করা যায়। ক্লাউড কম্পিউটিংয়ের এই বৃহৎ রূপকে বিনামূল্যে আপলোডিং সাইট ক্ষুদ্রাকারে ব্যবহারের সুযোগ দেয়। অনলাইনে যেসব বিনামূল্যের আপলোডিং সাইট আছে তার মধ্যে ড্রপবক্স অন্যতম।


এতে প্রাথমিকভাবে ২ গিগাবাইট জায়গা পাওয়া যায় ফাইল সংরক্ষণের জন্য। তবে রেফারেলের মাধ্যমে জায়গা বৃদ্ধি করা যায়। ড্রপবক্সের সুবিধা হচ্ছে এর নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটারের লোকাল ফোল্ডারে ফাইল রাখলে ইন্টারনেটের সংযোগ থাকলে স্বয়ংক্রিয়ভাবে তা ওই ব্যবহারীর অ্যাকাউন্টে [অনলাইন সার্ভারে] আপলোড হয়ে যাবে। এজন্য আলাদা কিছু করতে হবে না। কোনো ফাইল রাখা, পরিবর্তন করা বা মুছে ফেললে তা স্বয়ংক্রিয়ভাবে সিনক্রোনাইজিং হবে। তবে এ ক্ষেত্রে পুরো ফাইলটিকে সিনক্রোনাইজ না করে শুধু পরিবর্তিত ফাইলের অংশটুকু সিনক্রোনাইজ করে। ফলে ব্যান্ডওয়াইডথ বেঁচে যায়। সেবাটি উপভোগ করতে প্রথমে িি.িমবঃফৎড়ঢ়নড়ী.পড়স থেকে ১৪ মেগাবাইটের বিনামূল্যের এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল করার সময় ইচ্ছামতো ফোল্ডার দেখিয়ে দিতে হবে, অন্যথায় মাই ডকুমেন্টে গু উৎড়ঢ়নড়ী নামে একটি ফোল্ডার আসবে। তবে পরবর্তী সময়ে উৎড়ঢ়নড়ী চৎবভবৎবহপব থেকে লোকেশন পরিবর্তন করা যাবে। এবার এই ফোল্ডারে যাই রাখা হবে, তা ড্রপ বক্সে আপলোড হবে। এই গু উৎড়ঢ়নড়ী-এ চঁনষরপ নামে একটি ফোল্ডার তৈরি হবে, যার ভেতরে [এমনকি সাব ফোল্ডারেও] কোনো ফাইল রেখে তার ওপরে মাউসের ডান বাটন ক্লিক করে উৎড়ঢ়নড়ী>ঈড়ঢ়ু চঁনষরপ খরহশ-এ ক্লিক করলে একটি লিঙ্ক পাওয়া যাবে, যা ওয়েবলিঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে। এক্সেস দিলে অন্য ব্যবহারকারীরাও পাবলিক ফোল্ডারে দেওয়া ফাইলগুলো দেখতে পারবে। সব ফাইলের নিরাপত্তা নিশ্চিত করে ড্রপবক্স। এ ছাড়া অনলাইন থেকেও সব ধরনের সম্পাদনা করা যাবে। যে কোনো অপারেটিং সিস্টেমের কম্পিউটার, আইফোন, আইপ্যাড থেকে ড্রপবক্সে কাজ করা যায়। এটি গত ১ মাসের কার্যবিবরণী সংরক্ষণ করে। ফলে কোনো পরিবর্তিত অংশ পুনরায় ফিরিয়ে আনা সম্ভব। সবমিলিয়ে অসাধারণ একটি ফ্রি আপলোডিং সেবা প্রদানকারী এই ড্রপবক্স।

No comments

Powered by Blogger.