উষ্ণ আহ্বান
সেদিন সকাবেলা কলেজে যাচ্ছিলাম। চারিদিকে
প্রচ- কুয়াশা আর কনকনে শীতে মনে হচ্ছিল আমার সারা শরীর জমে বরফ হয়ে যাচ্ছে।
পা আর চলছিল না। হঠাৎ লক্ষ্য করলাম, কলেজের বারান্দায় একজন বৃদ্ধ লোক বসে
শীতে ঠক্ ঠক্ করে কাঁপছেন।
তাঁর গায়ে শীতের কোন পোশাক
নেই। কাছে এগিয়ে গেলাম। কথা প্রসঙ্গে জানতে পারলাম তাঁর নাম হযরত মিয়া,
পেশায় একজন ভিক্ষুক। দুই সন্তানের জনক। সন্তানরা ভরণ পোষণ না দেয়ায় তাঁকে
আজ এই ভিক্ষাবৃত্তি বেছে নিতে হয়েছে। লোকটির কথা শুনে ভীষণ মন খারাপ হয়ে
গেল। আমার গায়ের চাদরটি খুলে লোকটিকে দিতেই লোকটির চোখে মুখে আনন্দের ছাপ
দেখতে পেলাম। তিনি প্রাণভরে দোয়া করলেন। বাংলাদেশে এ হযরত মিয়ার মতো লাখ
লাখ অসহায় মানুষ আছেন যাঁরা এই প্রচ- শীতে অনেক কষ্ট পান। আমরা হয়ত জীবনে
চলার পথে তাঁদের দেখেও না দেখার ভান করি। কিন্তু অপরাধী হয়ে থাকি আমাদের
বিবেকের কাছে। ডি-প্রজন্ম সব বয়সের পাঠকের কাছেই অত্যন্ত জনপ্রিয়। আর তাই
ডি-প্রজন্মের সকল পাঠক-পাঠিকাগণের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আসুন আমরা
সবাই অসহায় মানুষদের অন্তত একটি করে শীতবস্ত্র দান করি। শীতের আগমনী বার্তা
আমাদের সবার জীবনে আসুক আশীর্বাদ হয়ে। ডি-প্রজন্মের বন্ধুদের শীতের উষ্ণ
এবং আন্তরিক অভিনন্দন।
তানভীর মাহমুদ সৈকত
০১৯১৫৯৯৭০৯৪
তানভীর মাহমুদ সৈকত
০১৯১৫৯৯৭০৯৪
No comments