শব্দসৈনিক ও আমি
এক পরিসংখ্যানের বলা হয়, দক্ষিণ এশিয়ার
সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা হলো সাংবাদিকতা। আর আমার স্বপ্ন-আশাও এই
সাংবাদিকতাকে নিয়ে। যদিও অর্থনীতিতে অধ্যায়নরত। তবুও সাংবাদিকতার মতো এই
বিপজ্জনক পেশা আমাকে খুব আকর্ষণ করে।
সমাজে প্রতিনিয়ত ঘটে
চলেছে নানা অনিয়ম। প্রশাসনের চোখের সামনেই ঘটে চলে সব দুর্নীতি। তবুও
প্রতিকার নেই কিছুর। এত জনদুর্ভোগ, অস্থিতিশীল রাজনীতি, ক্ষমতার
অপব্যবহার, সামাজিক অবক্ষয় আমার হৃদয়কে আন্দোলিত করে। শক্তি যোগায় কলম
ধরতে। হাত খুলে লিখে চলেছি দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে
শুধু সমাজ ও প্রশাসনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে আমার এ পথ চলা। দেশের
এক জাগ্রত শব্দসৈনিক হয়ে দেশের জন্য কাজ করতে চাই।
সনেট দেব
০১৮১৩৫৫৭৯৪৬
সনেট দেব
০১৮১৩৫৫৭৯৪৬
No comments