মৌসুমী হামিদ শঙ্কামুক্ত
ভারতের কলকাতায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
অভিনয়শিল্পী ও লাক্স তারকা মৌসুমী হামিদ এখন শঙ্কামুক্ত। গতকাল সোমবার
সকালে তাঁকে রুবি হাসপাতালের আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) থেকে কেবিনে
নেওয়া হয়েছে।
কলকাতা থেকে মুঠোফোনে মৌসুমী হামিদ বলেন,
‘আমি এখন শঙ্কামুক্ত। মা-বাবা ও সবার দোয়ায় ভালো আছি। আশা করছি, আগামী
শুক্রবার ঢাকায় ফিরতে পারব।’ মৌসুমী কলকাতায় রোশনী ধারাবাহিকের নাম-ভূমিকায়
অভিনয় করছেন। শুটিং শেষে গত শুক্রবার সকালে মৌসুমীর ঢাকায় ফিরে আসার কথা
ছিল। দমদম বিমানবন্দরে যাওয়ার পথে বাইপাস এলাকায় একটি লরির সঙ্গে মৌসুমীদের
বহন করা গাড়িটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৌসুমী গুরুতর আহত হন।
No comments