মীমের উপন্যাস
বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় গত
বছর বেরিয়েছিল অভিনয়শিল্পী মীমের গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা। আজ
মেলায় আসছে মীমের উপন্যাস পূর্ণতা।
তিনি বলেন, ‘একটি
মেয়ের গল্প নিয়ে আমার উপন্যাস। মেয়েটির জীবনের কয়েকটি অধ্যায়, টানাপোড়েন আর
সংগ্রামের কথা রয়েছে তাতে। আমার গল্পের বইটি তখন অনেকেই পড়েছিলেন। এবার
উপন্যাস লিখেছি। পাঠকদের অনুভূতি জানার জন্য অপেক্ষা করছি।’ মীম জানান,
কাজের ফাঁকে ফাঁকে উপন্যাসটি লিখেছেন তিনি। আজ শুটিং, তাই যেতে পারছেন না।
আগামী শুক্রবার বিকেলে তিনি মেলায় থাকবেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান
শব্দশিল্প প্রকাশনীর স্টলে।
No comments