শাকিব এখন মুম্বাইয়ে by মাহফুজ রহমান
বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান এখন
ভারতের মুম্বাইয়ে। মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রসৈকত, রেলস্টেশন, ইন্ডিয়া
গেট, জুহু রোড, তাজ হোটেলে দেখা যাচ্ছে তাঁকে।
মুম্বাই
থেকে আসা একটি মুঠোফোন বার্তা থেকে জানা গেল তথ্যটি। শাকিব সেখানে কী
করছেন? খোঁজ নিতে গতকাল সোমবার বিকেলে যোগাযোগ করা হয় সেই মুঠোফোন নম্বরে।
নম্বরটি পরিচালক উত্তম আকাশের। তিনি জানান, শাকিব এখন মুম্বাইয়ে ঢাকা টু
বোম্বে ছবির কাজ করছেন। আজ পঞ্চম দিনের মতো কাজ করছেন তাঁরা। সঙ্গে আছেন
সাহারা।
কিছুক্ষণ পর মুঠোফোনে পাওয়া গেল শাকিবকে। তখন তিনি শুটিং করছিলেন মুম্বাই রেলস্টেশনে। বললেন, ‘এখানে বাংলাদেশের কেউ নেই। তাই আমাকে তেমন কেউ চেনেন না। ছবিটির কারিগরি সব সুবিধা নেওয়া হচ্ছে মুম্বাই থেকে। আমাদের দলের সবাই হিন্দিভাষী। শুটিংয়ের সময় অনেকেই এসে ভিড় জমাচ্ছেন। জিজ্ঞেস করছেন ছবির নাম। সবার ধারণা, আমরা নতুন কোনো হিন্দি ছবির কাজ করছি। তাঁরা ভাবছেন, আমি হিন্দি ছবির নতুন নায়ক। তাঁরা আমার সঙ্গে এসে ছবি তুলছেন। অটোগ্রাফ নিচ্ছেন। আমি কিন্তু দারুণ মজা পাচ্ছি।’
শাকিব জানালেন, অল্প কিছু কাজ বাকি আছে। শেষ করে কাল বুধবার দেশে ফিরছেন তিনি।
কিছুক্ষণ পর মুঠোফোনে পাওয়া গেল শাকিবকে। তখন তিনি শুটিং করছিলেন মুম্বাই রেলস্টেশনে। বললেন, ‘এখানে বাংলাদেশের কেউ নেই। তাই আমাকে তেমন কেউ চেনেন না। ছবিটির কারিগরি সব সুবিধা নেওয়া হচ্ছে মুম্বাই থেকে। আমাদের দলের সবাই হিন্দিভাষী। শুটিংয়ের সময় অনেকেই এসে ভিড় জমাচ্ছেন। জিজ্ঞেস করছেন ছবির নাম। সবার ধারণা, আমরা নতুন কোনো হিন্দি ছবির কাজ করছি। তাঁরা ভাবছেন, আমি হিন্দি ছবির নতুন নায়ক। তাঁরা আমার সঙ্গে এসে ছবি তুলছেন। অটোগ্রাফ নিচ্ছেন। আমি কিন্তু দারুণ মজা পাচ্ছি।’
শাকিব জানালেন, অল্প কিছু কাজ বাকি আছে। শেষ করে কাল বুধবার দেশে ফিরছেন তিনি।
No comments