চট্টগ্রাম সিইপিজেডে শ্রমিক বিক্ষোভ
বকেয়া পাওনার দাবিতে বুধবার সকালে বিক্ষোভ প্রদর্শন করেছে চট্টগ্রাম ইপিজেডের (সিইপিজেড) এক কারখানার শ্রমিকরা। সকাল ১১টায় শতাধিক শ্রমিক মিছিলসহকারে সড়ক অবরোধের চেষ্টা চালায়।
তবে শেষ পর্যন্ত বেপজা কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন ও কারখানার মালিকপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেপজা কার্যালয় সূত্রে জানা গেছে, বন্ধ হয়ে যাওয়া কারখানা নর্থপোল বিডি লিমিটেডের শতাধিক শ্রমিক সকাল ১১টায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। বকেয়া পাওনা বঞ্চিত এ শ্রমিকরা একপর্যায়ে সড়কে অবরোধ সৃষ্টির চেষ্টাও চালায়। এ সময় ছুটে আসে পুলিশ। নর্থপোল বিডি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর এ প্রতিষ্ঠানের ব্যাংকিং কার্যক্রমও বন্ধ রয়েছে। ফলে শ্রমিকদের অর্থ পেতে বিলম্ব হচ্ছে। পাওনা অর্থ পরিশোধে মালিকপক্ষ আন্তরিক রয়েছে বলে তিনি জানান, শ্রমিকরা বকেয়া পাওনা বুঝে পাবে। এ জন্য সময়ের প্রয়োজন হচ্ছে।
No comments