সম্পাদকীয় সমীপে- মৈত্রী ট্রেনের সংখ্যা বাড়ানো হোক
বাসের থেকে ঢাকা কলকাতা ঢাকা যাতায়াত ট্রেনে অনেক নিরাপদ ও আরামদায়ক। ইতিমধ্যে মৈত্রী ট্রেনের মাধ্যমে শত শত বাংলাদেশী ও ভারতীয় নিয়মিত যাতায়াত করছেন।
তবে দর্শনা ও গেদে চেক পোষ্টে দ্রুত ইর্মিগ্রেশন ও কাষ্টমস্ চেকিং সহজতর করা হলে আগামীতে এই মৈত্রী ট্রেনে ঢাকা-কলিকাতা যাতায়াত যাত্রীর সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পাবে তাতে কোন সন্দেহ নেই। পূর্বে এই মৈত্রী ট্রেনে কলকাতা যেতে বা আসতে যাত্রী পাওয়া যেতো না কিন্তু এখন এ ট্রেনে অগ্রীম টিকিট না কিনলে সীট পাওয়া দুস্কর। দুর্ভোগ কমানোর সুবিধার্থে ঢাকা বা কলকাতা হতে রির্টান টিকিট ক্রয়ের ব্যবস্থা করতে হবে। এমতাবস্থায় সরকারের কাছে অনুরোধ যাত্রী সাধারণে সুবিধার্থে ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের সংখ্যা সপ্তাহে দু’বারের পরিবর্তে ৩ দিন চালু করার ব্যবস্থা নেয়া হলে খুশী হব।মাহবুব উদ্দিন চৌধুরী
ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা
No comments