ভারতে নিহত মিল্টনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
ভারতে নিহত মেহেরপুরের কাজিপুর গ্রামের চোরাচালানি মিল্টন হোসেনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার দুপুর ২টায় কাজিপুর সীমান্তের ১৪৭ নং মেইন পিলারের কাছে লাশ গ্রহণ করে বিজিবি।
ভারতের নদীয়া জেলার ফুলবাড়ীয়া বিওপির কোম্পানি কমান্ডার অনিল কুমারের কাছ থেকে লাশ গ্রহণ করেন বিজিবি কাজিপুর ক্যাম্পের আওতাধীন প্রাগপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল আজিজ। এ সময় দু’দেশের বিবিজি-বিএসএফ ও পুলিশ কর্মকর্তারা ছাড়াও নিহত মিল্টনের স্বজনরা উপস্থিত ছিলেন। ময়নাতদন্তের জন্য গাংনী থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কাজিপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার আব্দুস সালাম।সোমবার রাত দশটায় কাজিপুর সীমান্তের ২/৩ কিলোমিটার ভেতরে ভারতের নদীয়া জেলার সবজি গ্রামের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
No comments