টিপস- প্রিন্ট বাতিল করতে...
প্রিন্ট কমান্ড দেওয়া পর তা বাতিল করা অনেক ঝামেলার ব্যাপার। অনেক ক্ষেত্রে কম্পিউটার আবার চালানো ছাড়া আর কোনো উপায় থাকে না। Stalled Printer Repair নামের একটি ছোট সফটওয়্যার দিয়ে এই কাজটি করা খুবই সহজ।
http://goo.gl/kuDl8—এই ঠিকানা থেকে সফটওয়্যার নামিয়ে রান করালেই হবে। বহনযোগ্য বলে ইনস্টল করতে হয় না। রান করার পর রিফ্রেশ দিলে সব কটি কমান্ড দেখাবে। সেখান থেকে Purge Print Jobs-এ ক্লিক করলে সব কমান্ড বাতিল হয়ে যাবে। —মোমেন আবদুর রউফ, হবিগঞ্জ
No comments