যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে সংবিধান মেনেই ॥ সুরঞ্জিত
দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, সংবিধান মেনেই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বিশ্বের অন্য দেশে যুদ্ধাপরাধীদের আপীলের ব্যবস্থানা থাকলেও আমাদের দেশে আপীলের ব্যবস্থা আছে।
বুধবার বেলা সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শফিকুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এমএ মান্নান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্লা আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক পীর ফজলুর রহমান মিসবাহ, স্বেচ্ছাসেবক লীগের নেতা রমা দাস ও জিতেন্দ্র তালুকদার।
No comments