জামালপুরে ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৭ মামলা দুদকের
৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামালপুর পৌরসভার বরখাস্তকৃত হিসাব রক্ষক জালাল উদ্দিন ও জামালপুর পূবালী ব্যাংকের বকুলতলা শাখার সাবেক দুই ব্যবস্থাপকের বিরুদ্ধে বুধবার জামালপুর সদর থানায় ৭ মামলা দায়ের করেছে দুদক।
জামালপুর সদর থানার ওসি তদন্ত নাসিমুল ইসলাম জানায়, দুদকের টাঙ্গাইলের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, জামালপুর পৌরসভার বরখাস্তকৃত হিসাব রক্ষক জালাল উদ্দিন ২০০৪ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত পৌরসভায় কর্মরত থাকাকালে তিনি পৌরসভার কর্মচারীদের আনুতোষিক ও সিপিএফের ১১ লাখ ৬৭ হাজার ৬৩২ টাকা, ঠিকাদারদের বিভিন্ন বিলের কর্তন করা জামানত, ভ্যাট, আয়কর ও রোলার ভাড়ার ৬৫ লাখ ৩৮ হাজার ৫৮০ টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছেন। তাকে সহযোগিতা করায় ব্যাংকটির তৎকালীন শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান ও আরিফ রব্বানীকে আসামি করা হয়েছে। মামলাগুলো তদন্ত করবে দুদক টাঙ্গাইলের সমন্বিত অঞ্চল।
No comments