বিবর্ণ হয়ে যাচ্ছে ভ্যান গঘের এক চিত্রকর্ম
ভিনসেন্ট ভ্যান গঘের চিত্রকর্ম ‘ফ্লাওয়ার ইন আ ব্লু ভাস’-এর জৌলুশ কমছে। রাসায়নিক বিক্রিয়ার ফলে চিত্রকর্মটির উজ্জ্বল হলুদ রং ধূসর হয়ে যাচ্ছে। এর একটি অংশ এক্স-রে করে বিশেষজ্ঞরা বিষয়টি ধরতে পেরেছেন। ঊনবিংশ শতকে আঁকা চিত্রকর্মটি সংরক্ষণের জন্য বার্নিশ দেওয়া হয়েছিল।
গবেষকদের ধারণা, এই বর্নিশের সঙ্গে রঙের বিক্রিয়ার ফলেই উজ্জ্বল হলুদ রংটি এখন ধূসর কমলায় পরিণত হচ্ছে। বার্নিশে থাকা ক্যাডমিয়াম অক্সালেট নামের একটি রাসায়নিকই এর জন্য দায়ী।
ইম্প্রেশনিজম-উত্তর ডাচ শিল্পী ভ্যান গঘ তাঁর চিত্রকর্মে উজ্জ্বল হলুদ রং ব্যবহার করতে পছন্দ করতেন। তাঁর চিত্রকর্মের এই রং এক্স-রের মাধ্যমে এর আগেও পরীক্ষা করা হয়েছে।
বেলজিয়ামের অ্যান্টোয়ার্প বিশ্ববিদ্যালয়ের কোয়েন জেন্সসেনসের নেতৃত্বে একদল গবেষক বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। ২০১১ সালে তাঁরা জানান, ভ্যান গঘের পছন্দের রং ক্রোম ইয়োলোর (একধরনের উজ্জ্বল হলুদ) সঙ্গে ক্রোমিয়ামযুক্ত রঞ্জক মিশলে রংটি তার উজ্জ্বলতা হারাতে থাকে।
২০০৯ সালে চিত্রকর্ম সংরক্ষণ বিশেষজ্ঞরা লক্ষ করেন, ফ্লাওয়ার ইন আ ব্লু ভাস-এর হলুদ রংটি ধূসর কমলা রঙে পরিণত হচ্ছে। বিবিসি।
ইম্প্রেশনিজম-উত্তর ডাচ শিল্পী ভ্যান গঘ তাঁর চিত্রকর্মে উজ্জ্বল হলুদ রং ব্যবহার করতে পছন্দ করতেন। তাঁর চিত্রকর্মের এই রং এক্স-রের মাধ্যমে এর আগেও পরীক্ষা করা হয়েছে।
বেলজিয়ামের অ্যান্টোয়ার্প বিশ্ববিদ্যালয়ের কোয়েন জেন্সসেনসের নেতৃত্বে একদল গবেষক বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। ২০১১ সালে তাঁরা জানান, ভ্যান গঘের পছন্দের রং ক্রোম ইয়োলোর (একধরনের উজ্জ্বল হলুদ) সঙ্গে ক্রোমিয়ামযুক্ত রঞ্জক মিশলে রংটি তার উজ্জ্বলতা হারাতে থাকে।
২০০৯ সালে চিত্রকর্ম সংরক্ষণ বিশেষজ্ঞরা লক্ষ করেন, ফ্লাওয়ার ইন আ ব্লু ভাস-এর হলুদ রংটি ধূসর কমলা রঙে পরিণত হচ্ছে। বিবিসি।
No comments