মার্কিন দূতাবাসে হামলার অভিযোগে গ্রেপ্তার ৫০
মার্কিন দূতাবাসে হামলার অভিযোগে এ পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করেছে লিবিয়া। লিবিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট মোহাম্মদ আল মেগারাইফ গতকাল রোববার সিবিএস নিউজকে এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করার অভিযোগ এনে গত মঙ্গলবার ক্ষুব্ধ মিলিশিয়ারা লিবিয়ার বেনগাজিতে অবস্থিত মার্কিন উপ-দূতাবাসে হামলা চালায়। এতে দেশটিতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন নিহত হন।
মোহাম্মদ আল মেগারাইফ বলেন, ‘এই হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত আমরা ৫০ জনকে গ্রেপ্তার করেছি।’ তিনি আরও বলেন, নিশ্চিতভাবে বলা যায়, এ হামলা ছিল পরিকল্পিত। এটা ছিল বিদেশিদের পরিকল্পনা। তারা কয়েক মাস আগে এখানে এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন।
No comments