এসেছে নতুন মন্ত্রী- তাদের বুঝে নিতে হবে কাজ

বাংলাদেশের আয়তন না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, মন্ত্রীর সংখ্যা এসব দিন দিন বাড়ছে। মন্ত্রীর সংখ্যা এভাবে জিপিএ ফাইভের মতো বাড়তে থাকলে কদিন পর নিয়োগপ্রাপ্ত মন্ত্রীও বুঝতে পারবেন না যে তিনি কততম মন্ত্রী! শুধু তা-ই নয়, বাংলাদেশের মন্ত্রিসভায় কতজন মন্ত্রী আছেন—বিসিএস


পরীক্ষায় এই প্রশ্ন এলে পরীক্ষার্থীরাও বেশ বিপদে পড়ে যাবেন। অনেকে উত্তর দিতে না পেরে ‘প্রশ্ন কঠিন হয়েছে’ টাইপ ঘোষণাও দিয়ে বসতে পারেন। তবে পরীক্ষার্থীদের চিন্তা থাকলেও কেউ কেউ মন্ত্রিসভার এই সম্প্রসারণ নিয়ে একদমই চিন্তিত নন। তাঁদের চিন্তাভাবনা অনেকটা দাবা খেলার মতো। কার্যকর মন্ত্রী একটাই যথেষ্ট। তিন-চার বছর দায়িত্বে থেকেই মন্ত্রীরা কিছু করতে পারেন না, এক বছরের জন্য দায়িত্ব নিয়ে নতুন মন্ত্রীরা কী-ই বা করবেন? কিন্তু এমনটা যাঁরা ভাবছেন, তাঁরা এটা জানেন না যে, নতুন এই মন্ত্রীদের কত কাজ! মন্ত্রীদের জন্য বরাদ্দ করা হবে সরকারি গাড়ি, বাড়ি। মন্ত্রীদের সেগুলো বুঝে নিতে হবে। নতুন মন্ত্রীদের কাছে আসবে নতুন নতুন সুপারিশ। গুরুত্ব বুঝে সেসব সুপারিশের একটা ব্যবস্থা করতে হবে। মন্ত্রণালয়ের কোন কর্মচারী দলীয় আর কোন কর্মচারী বিরোধীদলীয় তা খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এগুলো কি সহজ কাজ? মাস শেষে বাড়ি ছেড়ে দেওয়ার সময় গোছগাছ করার জন্য মানুষ যেমন অতিরিক্ত লোক ডাকে, সরকারও তেমনি নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছে। সামনে নির্বাচন আসছে। বিদায়ের আগে সবকিছু গুছিয়ে নিতে হবে না? এই সহজ ব্যাপারগুলো না বুঝে অনেকেই মন্ত্রী নিয়োগ নিয়ে সমালোচনা করছে। আরে ভাই, মেডিকেল কলেজে ডাক্তার বাড়ালে সমালোচনা হয় না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বাড়ালে সমস্যা হয় না। শুধু মন্ত্রী বাড়ালেই যত সমালোচনা! কোনো মানে হয়? নতুন মন্ত্রীদের নিয়ে এলাকায় এলাকায় ‘অমুক ভাইকে মন্ত্রিত্ব দেওয়ায় ধন্যবাদ, অভিনন্দন’ টাইপ পোস্টার-ব্যানার হবে, পত্রিকায় অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন ছাপা হবে। কী চমৎকার একটা ব্যাপার! এগুলো কি কারও মাথায় আসে না? এসব দৃশ্য দেখার জন্যই তো প্রতি মাসে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া উচিত! আফসোস! এই দেশে ভালো কাজের মূল্য নাই। আসলে কিন্তু দেশের স্বার্থেই অতিরিক্ত মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। তবে সমস্যা একটাই। প্রবাদ আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যাই হোক, মন্ত্রী নিয়ে অতিরিক্ত কথা বলে ফেলেছি। আর না। বিদায়!

No comments

Powered by Blogger.