গুণীজন কহেন

কিছু মানুষ যেখানে যায়, সেখানেই খুশি বয়ে আনে। আর বাকিরা, যখন যায় তখনই। অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি
নিজেকে যতটা মজার ভাব, তুমি যদি তার অর্ধেকও হও, তবে জেনে রেখো, তুমি আসলে যতটা মজার, তার চেয়ে দুই গুণ মজার হবে।


কেসেন্ড্রা ক্লেয়ার, মার্কিন লেখক

আমি আসলেই খুব ভয়ংকর এক এলাকা থেকে এসেছি। যখনই আমি জানালা বন্ধ করতে গেছি, তখনই কারও না কারও আঙুলে ব্যথা দিয়েছি।
রডনি ডেঞ্জারফিল্ড, মার্কিন কৌতুক অভিনেতা

মাঝে মাঝে শিশুরা স্কুলে খারাপ গ্রেড পায়, কারণ ক্লাস তাদের তুলনায় ধীরে চলে। আইনস্টাইন স্কুলে ‘ডি’ পেয়েছিলেন। বলুন দেখি, আমি কত পাই? আমি পাই ‘এফ’!
বিল ওয়াটারসন, মার্কিন কার্টুনিস্ট

বেশি মুক্তমনা হলে মস্তিষ্ক ছিটকে বেরিয়ে যেতে পারে।
লরেন্স ফারলিংঘেটি, মার্কিন কবি

No comments

Powered by Blogger.