পুরস্কার পেলেন অলিম্পিক কুইজের বিজয়ীরা
লন্ডন ২০১২ অলিম্পিক উপলক্ষে প্রথম আলোয় প্রকাশিত ‘গ্রামীণফোন-প্রথম আলো অলিম্পিক কুইজ’-এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে গতকাল শনিবার। প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কুইজের দুই পর্বে ১০ জন করে ২০ জন এবং মেগা পর্বের ১০ জনসহ মোট ৩০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কুইজের মেগা পর্বের প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন ঢাকার লালমাটিয়ার রুমানা আলম। শাহজাহানপুরের পারুল আক্তার পেয়েছেন এলসিডি টিভি। চারজন পেয়েছেন সঙ্গীসহ ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট, দুজন পেয়েছেন সঙ্গীসহ বান্দরবান ভ্রমণের সুযোগ। পুরস্কার হিসেবে আরও ছিল ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ফটোফ্রেম, ডিভিডি প্লেয়ার ও মুঠোফোন।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, উপ-ক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু এবং ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশনের প্রধান অরূপ কুমার ঘোষ।
No comments