আজকের আলোচ্য বিষয়...

টিভি টক শো বলেন আর অন্য কোনো অনুষ্ঠানই বলেন, সেখানে কী নিয়ে আলোচনা হবে, সেটা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়। এতে আলোচনা করতে সুবিধা হয় সবারই। আমরা মনে করি, প্রাত্যহিক জীবনেও কে কোথায় কী নিয়ে আলোচনা করবে, তা আগে থেকে নির্ধারণ করে দেওয়া উচিত।


নমুনাসহ বিস্তারিত জানাচ্ছেন ইকবাল খন্দকার

আজ দুপুরের খানাপিনার পর যখনই দেখা যাবে, ছাদে অল্প অল্প ছায়া পড়তে শুরু করেছে, তখন থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ছাদের ঠিক মাঝের জায়গাটায় আয়োজন করা হয়েছে বিরাট বড় এক আলোচনা সভার। আর গুরুত্বপূর্ণ এই সভার আয়োজন করেছেন অত্র বিল্ডিংয়ের মাননীয়া বড় ভাবি। চা পানের ব্যবস্থাও তিনিই করবেন। সঙ্গে চানাচুর মুড়িও থাকতে পারে। সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকার অনুমতি পাবেন অত্র বিল্ডিংয়ের মাঝারি, ছোট এককথায় সব বয়সের ভাবিরা। আজকের সভার আলোচ্য বিষয়—
‘পাশের বিল্ডিংয়ের ভাবিদের শাড়ি এবং স্বর্ণালংকার।’

আজ অফিস ছুটির পরে অফিস ভবনের উল্টো দিকের চা স্টলের বেঞ্চিতে আয়োজন করা হয়েছে গুরুগম্ভীর এক আলোচনা সভার। সভার মূল উদ্যোক্তা আমাদের অফিসের জয়নাল আবেদিন কেরামত ভাই। ওপরে ওপরে যিনি এমডি স্যারের সঙ্গে ব্যাপক মধুর সম্পর্ক বজায় রেখে চলেন। সভার শুরুতে স্ক্রিপ্ট দেখে দেখে নাতিদীর্ঘ বয়ানও তিনিই দেবেন। মোটামুটি গোপন এই সভায় সশরীরে উপস্থিত থাকার সুযোগ পাবেন অত্র অফিসের প্রমোশন এবং বর্ধিত বেতন-বোনাসপ্রত্যাশী কর্মচারী কর্মকর্তাগণ। আজকের সভার আলোচ্য বিষয়—
‘মালিকের দুই নম্বরি এবং কিপ্টেমি দূরীকরণের উপায়।’

আজ টিফিন ব্রেক শুরু হওয়ার পর থেকে পুনরায় ক্লাস শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ প্রায় ৩০ মিনিট সময়ের জন্য আয়োজন করা হয়েছে জরুরি এক আলোচনা সভার। আলোচনা সভাটা ক্যাম্পাসের ঠিক কোন জায়গায় বসবে, এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যেখানে লোকজন কম থাকবে, অর্থাৎ যে জায়গায় বসে আলোচনা করলে কথাবার্তা লিক হবে না, সেখানেই বসে পড়বে। বেশ ঝুঁকিপূর্ণ এই আলোচনা সভায় সাবধানতার সঙ্গে উপস্থিত থাকার সুযোগ পাবেন একটু নেতা গোছের ছাত্রছাত্রীরা। আজকের সভার আলোচ্য বিষয়—
‘স্যারদের অধিক পরীক্ষা গ্রহণ এবং তা নিয়ন্ত্রণের পন্থা।’

আজ সন্ধ্যার পর অথবা সন্ধ্যার আগে পাড়ার গলির মাথার চিকন জায়গাটায় আলোচনা করা হয়েছে সময়োপযোগী এক আলোচনা সভার। সভার আয়োজন করেছেন পাড়ার শাহরুখ খান খ্যাত তরিকুল ভাই। পারফিউম মেখে সভায় উপস্থিত থাকার সুযোগ পাবেন পাড়ার সবচেয়ে স্মার্ট হিসেবে গণ্য পোলাপানগণ। অন্য কেউ স্মার্ট হিসেবে স্বীকার করুক বা না করুক, নিজেকে নিজে স্মার্ট দাবি করলেও চলবে। তবে পোশাক-আশাক জাতের না হলে শত দাবি করলেও স্মার্ট হিসেবে গণ্য করা হবে না। যা হোক, আজকের সভার আলোচ্য বিষয়—
‘পাড়ায় বেড়াতে আসা অমুকের সুন্দরী খালাতো বা মামাতো বোন।’

আজ বিকেল পাঁচটার দিকে কারওয়ান বাজার এলাকার যেকোনো সাইডে আয়োজন করা হয়েছে এক বিপ্লবী এবং গঠনমূলক আলোচনা সভার। আলোচনা সভার জন্য আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে এই জন্য, যেহেতু আজ রস+আলোর বিভাগীয় সম্পাদকের ডে-অফ। সভার আয়োজক রস+আলোর অবহেলিত লেখককুল। পাঠকদের মধ্যেও যাঁরা মানসিকভাবে নির্যাতিত, তাঁরাও কেউ কেউ উপস্থিত থাকতে পারেন। তবে এই সভায় কে চা খাওয়াবে, আদৌ চা খাওয়ানো হবে কি না, সেটা এখনো স্থির হয়নি। আজকের সভার আলোচ্য বিষয়—
‘রস+আলোর বিভাগীয় সম্পাদক কর্তৃক ডাস্টবিনে লেখা ফেলে দেওয়ার প্রবণতা এবং জরুরি ভিত্তিতে এই প্রবণতা রোধের কায়দা।’

No comments

Powered by Blogger.