বরিশালে ১৮ দলের সমাবেশে হট্টগোল মারামারি, আহত ৭
বরিশালে গতকাল শনিবার ১৮ দলের প্রতিনিধি সমাবেশে হট্টগোল ও বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে নগরের অশ্বিনীকুমার হলে ১৮ দলের কর্মী সমাবেশ শুরু হয়।
বেলা সোয়া একটার দিকে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আবদুস সোবহান বক্তব্য দেওয়ার সময় তাঁর সমর্থকেরা তাঁর পক্ষে স্লোগান দেন। ওই স্লোগান ও বক্তব্যের প্রতিবাদ জানান বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুস রহমানের সমর্থকেরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। কেন্দ্রীয় নেতারাও উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেন। এ সময় সমাবেশের কার্যক্রম প্রায় ২০ মিনিট বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশে হট্টগোল ও হাতাহাতি চলাকালে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান মাইকে নেতা-কর্মীদের শান্ত হওয়ার নির্দেশ দেন। একপর্যায়ে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারও নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন।
উত্তর জেলা বিএনপির সভাপতি সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন এবাদুল হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা জামায়াতের আমির মোয়াজ্জেম হোসাইন প্রমুখ।
আবদুল্লাহ আল নোমান বলেন, দেশের সম্পদ রক্ষা করতে হবে। দেশ রক্ষা করতে হবে। ১৮ দলের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
আগামী ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বরিশালে আগমন উপলক্ষে ১৮ দলের এই প্রতিনিধি সমাবেশ হয়।
No comments